• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৭

পুলিশের বিশেষ অভিযানে গোলাপগঞ্জে আটক ৫

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর লক্ষীপাশা মোল্লারচক গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল জুয়া খেলায় ব্যবহৃত বিপুল পরিমাণ তাশ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর লক্ষীপাশা মোল্লারচক গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আব্দুল রাজ্জাক বুলু (৫৫), একই গ্রামের ওয়াহিদ আলীর পুত্র আকমান আলী (৫৫), ইসমাইল আলীর পুত্র আব্দুল লতিফ (৫০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম খৰ্দ্দাপাড়া গ্রামের ওয়ারিছ আলীর পুত্র জামিল আহমদ (৫৫), মোঘলাবাজারের জাপা গ্রামের মোতাহির আলীর পুত্র তাজুল ইসলাম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানতে পারে যে লক্ষীপাশা ইউনিয়নের উত্তর লক্ষীপাশা মোল্লারচক গ্রামের আব্দুল রাজ্জাক বুলুর মালিকানাধীন জায়গায় ছাফরা ঘরের ভিতরে জুয়াড়িরা জুয়া খেলতেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

 

সিলেট সমাচার
সিলেট সমাচার