• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১২২

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা, দু’জন আশঙ্কাজনক

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় দু’জন মারাত্মক আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীই ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে একজনকে দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে ও অপরজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটিকে আটক করেছেন এলাকাবাসী।

রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কামরুল হাসান তালুকদার সিলেট সমাচারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দু’জন পুলিশ সদস্য গিয়েছেন। আপাতত কিছু বলা যাচ্ছেনা। পরে বিস্তারিত জানানো হবে। 

সিলেট সমাচার
সিলেট সমাচার