• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
৭৪

মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

২০৩০ সালের মধ‍্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ নির্মুল করার লক্ষ‍ে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে কাজ শুরু হয়েছে। দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগী ধরা পড়েছে। এর মধ‍্যে মৌলভীবাজার রেড জোনে রয়েছে।

 

চা বাগান অধ‍্যুষিত এলাকা থাকায় মৌলভীবাজার রেড জোনে অবস্থান করছে।

এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দি কনসোলিটেড টি এন্ড ল‍্যান্ডস বাংলাদেশ লিমিটেড (ফিনলে) ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে বাগানগুলোতে কাজ করছে।

 

রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে বালিশিরা হাসপাতাল প্রাঙ্গণে কুষ্ঠ আক্রান্ত ব‍্যক্তিদের সহায়তা প্রদান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

 

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন- মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

 

অনুষ্ঠানে বালিশিরা মেডিক্যাল ডিপার্টমেন্টের ইনচার্জ ডা. নাদিরা খানম সভাপতিত্ব করেন।

 

অনুষ্ঠানের শেষে ১শ'জন কুষ্ঠ রোগীকে কম্বল ও ৫জনকে ছাগল দেওয়া হয়।

 

সিলেট সমাচার
সিলেট সমাচার