হাওরাঞ্চলে ঈদ আনন্দে ভাটা
সিলেট সমাচার
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪
সিলেট বিভাগের হাওরাঞ্চলে গত কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওরপাড়ার মানুষজনের ঈদ আনন্দ যেন ফিঁকে হয়ে গেছে। ঝড়ে ও শিলাবৃষ্টিতে হাওরাঞ্চলের মানুষদের ঈদে যে প্রভাব ফেলেছে- তা নিয়ে লিখেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক। তিনি একাধারে একজন জলবায়ু ও পরিবেশ গবেষক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক।
হাওরাঞ্চলে ঈদ আনন্দে ভাটা
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবে ম্লান সিলেট ও হাওরাঞ্চলের ঈদ আনন্দ। গত ৩১ মার্চ রবিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কালবৈশাখীর সঙ্গে বর্ষিত শিলাবৃষ্টির আকার ও মাত্রার ধকল এখনও সিলেট নগর এবং আশপাশের জনপদ কাটিয়ে ওঠতে পারেনি। কালবৈশাখের সঙ্গে শিলাবৃষ্টি স্বাভাবিক ঘটনা হলেও এবার চৈত্র মাসে বর্ষিত শিলার আকার ও বর্ষণের মাত্রা স্মরণকালের রেকর্ড ভঙ্গ করেছে।
ঈদের কেনাকাটায় আসা ও তারারি নামাজ শেষে ঘরে ফেরা লোকজন শিলার আঘাতে আহত হয়েছেন। অনেককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছেন। রাস্তায় চলাচলরত এবং মার্কেট ও বাসাবাড়ির সামনে পার্কিং করে রাখা গাড়ির কাচ ভেঙেছে, গাড়ির চাল ফুটো হয়ে গেছে।
এ রকম ক্ষতিগ্রস্ত গাড়ির সংখ্যা অন্তত কয়েক হাজার। নতুন কাচ লাগালেও শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ির ছাদ মেরামত করাতে পারেননি অনেকে। সিলেট শহরের অনেক গাড়ি দেখলে মনে হয় যেন গায়ে বসন্তের ক্ষত নিয়ে চলছে যানগুলো। গাড়ি মেরামতের কারখানাগুলো দিন-রাতে কাজ করেও এসব ক্ষতিগ্রস্ত গাড়ি সারিয়ে তুলতে পারছে না। ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষেতের সবজি ও ফসল নষ্ট হয়েছে। যাদের টিনের ঘর ছিল তাদের দুর্ভোগের সীমা নেই। সিলেটে গেল সপ্তাহ টিনের সংকট ছিল।
চট্টগ্রাম কারখানা ও আশপাশের জেলাগুলো থেকে টিন এনে চাহিদা সামাল দিতে হয়েছে। সামর্থ্য না থাকায় অনেকে শিলার আঘাতে গর্ত হয়ে যাওয়া টিনে পলিথিন মুড়িয়ে কোনোক্রমে দিনাতিপাত করছেন। আমাদের ব্যবসায়ীদের অনেকেরই নৈতিকতা নিয়ে আর না-ই বললাম।
টিনের দাম বেড়ে যাওয়ায় কেবল নিম্নবিত্ত নয়; উচ্চবিত্তের লোকজনও বিড়ম্বনায় পড়েছেন। ক্ষতিগ্রস্তরা ঈদের বাজেট দিয়ে ঘরবাড়ি মেরামতের খরচ সামাল দিচ্ছেন। ফলে সিলেটে ঈদের বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। এ ছাড়া চৈত্র মাসে প্রতি রাতে রুটিন করে রাত ১০টা থেকে ১১টার দিকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যবসায়ীদের কপালে হাত।
শিলাবৃষ্টির আতঙ্কে রাতে গাড়ি নিয়ে বের হতে অনেকে রীতিমতো ভীত।
একদিকে শিলাবৃষ্টির ক্ষতি পোষাতে ঈদ বাজেটে টান, অপরদিকে প্রতি রাতে কালবৈশাখের হানায় সিলেটে এখনও ঈদের বাজারে ব্যবসায়ীদের স্বস্তি ফিরে আসেনি। অথচ রাজনৈতিক অস্থিরতার শঙ্কা কাটিয়ে একদিকে ঈদের প্রাক্কালে মাসিক বেতন, অপরদিকে ঈদ ও বোশাখি উৎসব বোনাস দুটি কাছাকাছি সময় ও সঙ্গে ঈদের লম্বা ছুটি সব মিলিয়ে এবারের ঈদে ভিন্ন আমেজ থাকার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের হানা হাওরবেষ্টিত সিলেট অঞ্চলের ঈদ আনন্দে কিছুটা চিড় ধরেছে।
উত্তর-পূর্বদিক থেকে প্রবাহিত হয় বলে অবস্থানগত কারণেই কালবৈশাখীর অভিজ্ঞতা সিলেট অঞ্চলের জন্য নতুন কিছু নয়। তবে চৈত্র মাসের মাঝামাঝি তথা এপ্রিলের শুরুতে এ ঝড়ের মাত্রা ও ধরন ব্যতিক্রম। সেটিই হচ্ছে আতঙ্কের। এ ছাড়া আবহাওয়া দপ্তর ও পানি উন্নয়ন বোর্ড থেকে মেঘালয়ে ভারী ও সিলেটে অতিবৃষ্টির সম্ভাবনায় এতদঞ্চলে আগাম বন্যার আশঙ্কায় কৃষকের মাথায় হাত।
২০১৭ সালের আগাম বন্যার ভয়াবহ রূপ ও ব্যাপক ফসলহানি এখনও সিলেট বিভাগ তথ্য সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ ছাড়া ২০২২ সালের বন্যার ভয়াল স্মৃতি ম্লান হয়নি আজও।
বাংলাদেশে উৎপাদিত ধানের ৬০ ভাগের বেশি আসে বোরো মৌসুমে। আর উৎপাদিত বোরো ধানের প্রায় এক-চতুর্থাংশ জোগান দেয় হাওরাঞ্চল। হাওর এলাকায় বোরোর বাম্পার ফলন ও তা নির্বিঘ্নে ঘরে তোলার ওপর কেবল এতদঞ্চলের কৃষকদের সারা বছর ভালো থাকা নয়; বরং পুরো দেশের খাদ্যনিরাপত্তা নির্ভরশীল। ২০১৭ সালে ১০ লাখ মেট্রিক টনের বেশি পাকা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার ভবাবহ স্মৃতি আজও সিলেটের হাওরের জনপদকে তাড়া করে। সেসময় হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করা হয়েছিল। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের 'কঠোর হুশিয়ারি' শুনেছেন দেশবাসী। ঠিকাদাররা গা ঢাকাও দিয়েছিলেন। যদি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ মাসের শেষ
দিকে আগাম বন্যা হয়েই যায় তাহলে সৃষ্ট পরিস্থিতি বলে দেবে আমরা ২০১৭ ও ২০২২ সাল থেকে কী শিক্ষা নিয়েছি।
মেঘালয় ও সিলেটে ভারী ও অতিবৃষ্টির জন্য আগাম বন্যার আশঙ্কা হাওরের কৃষকরা দুর্ভোগের আতঙ্কে দিনাতিপাত করছেন। ৭৩৪টির মধ্যে অধিকাংশ বাঁধই টেকসই হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতে তৎপর বলে হাওরের কৃষকদের আশ্বস্ত করছে। তারা এও বলছে, বাংলাদেশে অতিবৃষ্টি হলেও যদি মেঘালয়ে কম বৃষ্টিপাত হয় তাহলে আগাম বন্যা বা ফসলহানি, কোনোটির সম্ভাবনা নেই।
এখন সবাই মহান আল্লাহর কাছে দোয়া করছেন, অন্তত সামনের এক মাস যেন মেঘালয়ে ভারী ও অতিবৃষ্টি না হয়। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ও জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ আবহাওয়ার আতঙ্কের মাঝে হাওর জনপদে ঈদ উৎসব অনেকটাই ম্লান। প্রতিদিন তারাবি নামাজের পর, জুমাতুল বিদা ও শবেকদরের দোয়ায় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে মোনাজাত করা হচ্ছে।
সবার একটাই চিন্তা ফসলঘরে তুলতে পারব তো? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ তথা সিলেট এলাকায় বৃষ্টির ধরনেও পরিবর্তন এসেছে। এখন বৃষ্টি মানেই গভীর ও ভারী। আবার মেঘালয় থেকে বৃষ্টির পানি বাংলাদেশ তথা সুনামগঞ্জের তাহিরপুরের হাওরে নেমে আসতে মোটামুটি ৮ ঘণ্টা সময় লাগে।
এমতাবস্থায় পানির ধারণক্ষমতা বাড়ালেই আমরা অতিবৃষ্টি, ভারী বৃষ্টি ও আগাম বন্যায় ফসলহানি ঠেকিয়ে দিতে পারতাম। এটাই পরিবেশবাদী ও বন্যা বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন। নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা, খাল ও ডোবা উদ্ধার এবং খনন ও হাওরের আড়াআড়ি সড়কসহ পরিবেশ এবং প্রতিবেশগত সমীক্ষা ব্যতিরেকে নির্মিত সব অবকাঠামো অপসারণই হবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মুখ্য করণীয়। তাতে বাঁচবে হাওরাঞ্চলের মানুষ। নিশ্চিত হবে দেশের খাদ্যনিরাপত্তা।
লেখক: জলবায়ু ও পরিবেশ গবেষক; উপাচার্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি; অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ।
- কানাডা-অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম
- প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ করতে হবে: সৈয়দা রিজওয়ানা
- সাবেক এমপি জান্নাত আরা হেনরি স্বামীসহ গ্রেপ্তার
- ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়নের বিষয়টি ভিত্তিহীন
- শেষ বিকেলে দুই উইকেট হারিয়ে পিছিয়ে রইলো বাংলাদেশ
- অনেকে পায়ের আঙুলের ছাপ দিয়েও এনআইডি হাতিয়ে নিচ্ছেন: ইসি সচিব
- নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতির ডাক
- প্রধান উপদেষ্টার বাসভবনে কোনো সিদ্ধান্ত হয়নি
- ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল করা ১৭ জন চিহ্নিত
- আশুলিয়ায় পাঁচ শ্রমিক গুলিবিদ্ধ, নিহত ১
- সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স নির্ধারণে কমিটি গঠন
- সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই: উপদেষ্টা হাসান আরিফ
- এশিয়ান যুব অর্চারির ফাইনালে আলিফ
- মব জাস্টিসের নামে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি
- ভাঙ্গায় ৩৪ কেজি গাঁজাসহ আটক ৩
- বগুড়ায় তিন কবির কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত
- জয় দিয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ
- ৬ বছর পর ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড
- চট্টগ্রাম কলেজে ৫ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সরকারের মধ্যে ফ্যাসিস্ট আ. লীগের প্রেতাত্মা অবস্থান করছে: কাদের
- জাতীয় পার্টির যৌথসভা ৭ অক্টোবর
- পাহাড়ে বাঙালি হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে খুলনায় বিক্ষোভ-সমাবেশ
- সৈয়দপুরে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
- শ্রমঘন এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু ১ অক্টোবর
- সাংবাদিকদের নামে মানহানি মামলা প্রত্যাহারের দাবি ডিআরইউ`র
- সাগর-রুনি হত্যা মামলায় পিবিআইয়ের তদন্ত চাইব: শিশির মনির
- কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ স্কুলছাত্রী নিহত
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায় আরব আমিরাত
- ইউনাইটেডের নতুন প্রকল্প বাস্তবায়ন হলে যা হতে পারে
- দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫০ বাংলাদেশি
- আ.লীগ নেতার গোডাউন থেকে চুরি হওয়া রড উদ্ধার
- সিলেটে মা/দ/ক কারবারে নারীরা, র্যাবের খাঁচায় ৪জন
- বন্যার ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প জীবনকালীন ফসল চাষের আহ্বান
- পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা
- ভারতে স্বৈরাচার হাসিনা চুপচাপ বসে নেই, ঐক্যবদ্ধ থাকুন: সেলিমা রহম
- শাবিতে প্রশাসনের অনুমতি ব্যতীত মন্দির নির্মাণের চেষ্টা
- পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
- ৫০ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায়, দাবি আ. লীগের
- ওসমানী হাসপাতালে ৩ নার্সসহ ৮ জনের নামে দুদকের মামলা
- সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার উপদেষ্টার
- যৌথবাহিনীর অভিযানে ফেনীতে অস্ত্রসহ আটক ৪
- নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
- ১০৪ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছেন হাসিনা
- বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
- ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, মূলধন বাড়লো পৌনে ৭ হাজার কোটি টাকা
- স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দেশত্যাগে
- নির্বাচন ভবনে ভিজিটর প্রবেশে কড়াকড়ি আনছে ইসি