ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৮৮

রক্তাক্ত মমতা ব্যানার্জি! নেপথ্যে নির্বাচন না গৃহবিবাদ?

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪  

গত রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় মধ্য রাতে তাকে নেয়া হয় হাসপাতালে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে বৃহস্পতিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস।


তারা এক্সে মমতার তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, তার কপালে বড় ধরনের জখম। আর সেখান থেকে রক্ত গড়িয়ে তার মুখে এসে পড়েছে। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানায়নি তার দল। এছাড়া পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।

এক্সে তৃণমূল কংগ্রেস শুধু লিখেছে, “আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় আঘাত পেয়েছেন। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।”

অবশ্য পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসএসকেএম হাসপাতালের বরাতে জানায়, ৬৯ বছর বয়সী মমতা তার বাড়ির ভেতর পা পিছলে একটি ফার্নিচারের ওপর পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত হওয়ার কিছুক্ষণ আগে দক্ষিণ কলকাতার বাল্লেগঞ্জ থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। কিন্তু কোনো সত্যতা মিলেনি এ তথ্যেরও। অপর দিকে হাসপাতালের ডিরেক্টর সন্দেহ পোষণ কপরেছেন যে মমতা ব্যানার্জীকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মাধ্যমেই গুরুতর জখম করেছে।


এদিকে এর আগে মমতা ব্যানার্জি তার সহোদর ভাই বাবুন বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রসূন বন্দোপাধ্যায় নামের স্থানীয় এক রাজনীতিককে মমতা মনোনয়ন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বাবুনের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

বুধবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‌‘‘আমার পরিবার এবং আমি বাবুনের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করছি...।’’

‘‘প্রত্যেক নির্বাচনের আগে, সে একটি সমস্যা সৃষ্টি করে। আমি লোভী লোকজনকে অপছন্দ করি। আমি বংশের রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি তাকে নির্বাচনে টিকিট দেব না। আমি তাকে ত্যাগ করার এবং তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি,’’ বলেন তৃণমূল প্রধান।

তবে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন মমতা। কোনো এক রহস্যময় কারণে হাসপাতালে থাকতে নারাজ তিনি। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মমতা বন্দ্যোপাধ্যায়র বাসভবনে আসবেন বলে রয়েছে খবর। চিকিৎসকেরা এসে যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন, সেই ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে তাঁকে। আজ চিকিৎসকরা তাঁকে ফের দেখবেন। রিপোর্ট আসার কথা রয়েছে। সকাল থেকে একাধিক অনুরাগী বাড়ির সামনে আসেন। চিকিৎসকদের রিপোর্টের উপর পুনরায় সিদ্ধান্ত নির্ভর করবে। অবশ্য হাসপাতাল  থেকে বেরনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘মুখ্যমন্ত্রীর মাথায় একটা সিরিয়াস আঘাত রয়েছে৷ নাকেও একটি সেলাই পড়েছে৷ মাথায় তিনটি সেলাই পড়েছে৷ তবে বাংলার মানুষের আশীর্বাদ এবং সর্বশক্তিমানের কৃপায় তিনি সুস্থ আছেন৷’ ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকরা দেখে সিদ্ধান্ত নেবেন, তাঁকে হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে কিনা।

সিলেট সমাচার
সিলেট সমাচার