• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
২৬

২৩০ ফুট গভীর গুহায় ৫০০ দিন

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

সম্প্রতি স্প্যানিশ এক  এক পর্বতারোহী ৫০০ দিন কাটিয়েছেন ৭০ মিটার (২৩০ ফুট) গভীর এক গুহায়। ওই পর্বতারোহীর নাম বিয়েত্রিজ ফ্লামিনি (৫০)। তিনি একজন অ্যাথলেট। খবর সিএনএন। 

প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১ বছর ৪ মাস ১৫ দিন ওই গুহায় কাটানোর পর শুক্রবার তিনি বের হয়ে আসেন। ওই সময়ে বাইরের পৃথিবীর সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না ।

গুহার অন্ধকার থেকে বেরিয়ে দক্ষিণ স্পেনের এই পর্বতারোহী সাংবাদিকদের বলেন, সময়টা যেন উড়ে গেছে। আর তার বাইরে আসার ইচ্ছাও ছিল না।

তিনি আরও বলেন, “ওরা যখন আমাকে নিতে এল, আমি ঘুমিয়ে ছিলাম। ভেবেছিলাম কিছু একটা হয়েছে। আমি বললাম, ‘এর মধ্যেই (সময় হয়ে গেছে), নিশ্চয় না’। আমি এখনও আমার বই-ই শেষ করতে পারিনি।”

যে গুহায় ফ্লামিনি  ৫০০ দিন কাটানোর চ্যালেঞ্জ নিয়েছেন, তার বাইরে একটি সহায়তা টিম ছিল।

তারা জানান, গুহার ভেতরে মানুষের মন এবং ২৪ ঘণ্টার চক্রে সেখানে তার শারীরিক, মানসিক ও আচরণগত কী কী পরিবর্তন ঘটে সেটা জানতেই বিজ্ঞানীদের পরীক্ষামূলক চ্যালেঞ্জে অংশ নেন তিনি। আর  ফ্লামিনি দীর্ঘ সময় গুহায় কাটানোর জন্য একটি বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

তিনি যখন গুহায় প্রবেশ করেন, তখন তার বয়স ছিল ৪৮ বছর; দুটি জন্মদিন একা একাই গুহার ভেতরে পালন করেছেন তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার