• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
৫১

ইসরাইলি বাহিনীর গুলিতে আরও ৫ ফিলিস্তিনি নিহত

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

অধিকৃত পশ্চিমতীরে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি বাহিনীর হাতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আটক হয়েছেন আরও তিনজন।

সোমবার ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা জেরিকোর গভর্নর জিহাদ আবু আল-আসাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেরিকো শহরের কাছে আকবাত জাবর শরণার্থী শিবিরে তাদের অনুপ্রবেশের সময় ইসরাইলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, শরণার্থী শিবিরে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

তারা আরও জানান, অনুপ্রবেশের সময় শরণার্থী শিবির থেকে ইসরাইলি বাহিনী অন্তত তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে।

এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের হত্যার ভয়াবহ পরিণতি ইসরাইলি দখলদারিত্বে পরিণত হবে।

সূত্র: ইয়েনি শাফাক

সিলেট সমাচার
সিলেট সমাচার