ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৩৩

যেসব জিনিস বেসিন বা নর্দমায় ফেলা উচিত নয়

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

অসাবধানতা বা অসচেতনতা থেকে এমন কিছু কাজ আমরা প্রতিদিন করি, যা আমাদেরই রোজনামচায় নানা সমস্যা ডেকে আনে। আধুনিক যুগে ব্যস্ততার মধ্যেও ঘর-গৃহস্থালীর কাজ করার সময় কম-বেশি প্রায় সকলের হাতেই কম। তার মধ্যেও আমাদেরই কিছু ভুল সে সব কাজের সময় বাড়ায়, নানা ভাবে নাকাল করে।

যেমন ধরুন, না বুঝে বেসিন, কমোড বা বাথরুমের নর্দমায় এমন অনেক কিছুই আমরা ফেলি যা অনেক সময়ই পাইপে আটকে যায়। বন্ধ হয়ে যায় নির্গমনের পথ। ফলে সমস্যায় পড়তে হয় নিজেদেরই। এমন কিছু জিনিস তো আছে যা কখনওই ফেলা উচিতই নয় এই সব জায়গায়।

দেখুন তো এই সব জিনিসগুলি কি ভুলবশত রোজই ফেলে চলেছেন বেসিন বা বাথরুমের নর্দমায়? তা হলে আজ থেকেই সচেতন হন। এসব না ফেলার পিছনেও গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। জানেন সে সব?

সিগারেটের ফিল্টার: এই বস্তু অনেকেই দিনের পর দিন বাথরুমের নর্দমায় ফেলে থাকেন। এই স্বভাব থাকলে আজই শুধরে নিন। সিগারেটের ফিল্টার জল শুষে আরও ফুলে যায়। ফলে পর পর কতগুলি সিগারেটের ফিল্টার নর্দমা দিয়ে যাওয়ার সময় নিজেরা আটকে গিয়ে জল যাওয়ার পথকে আটকে দেয়।

চুল: পাইপের লাইনে যত কারণে বাধার সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম পাইপের মধ্যে চুল ফেললে তা পাইপের ভিতর একটি ছোট বলের মতো আকারে জট তৈরি করে। এই জটে অন্যান্য ছোট ছোট জিনিসপত্র আটকে যায়। ফলে জল বেরোতে সমস্যা হয়।

স্যানিটারি প্যাড: শিশু, বয়স্ক বা মেয়েদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত স্যানিটারি প্যাড ভুলেও কমোড বা বাথরুমের নর্দমায় ফলেবেন না। এ সব জিনিস সহজেই জল শুষে ফুলে যায় ও পুরো জল নির্গমন প্রক্তিয়াকেই বন্ধ করে দিতে পারে।

চাল: চাল ধোওয়ার কাজটা বেসিন বা রান্নাঘরের সিঙ্কেই করেন বেশির ভাগ মানুষ। খেয়াল রাখুন বেশ কিছুটা চাল যেন বেসিনে না পড়ে যায়। কয়েকটা চালে অনেক সময় সমস্যা হয় না। কিন্তু ঘন ঘন চাল ফেলতে থাকলে বা এক সঙ্গে অনেকটা চাল পড়ে গেলে বেসিনের জল নির্গমণ বন্ধ করে দিতে পারে। জল শোষার পর চালের আকারেও পরিবর্তন ঘটে। অনেকটা চাল জম গেলে তা ফুলে আকারে বড় হয়ে জলের পথে বাধা তৈরি করে।

আটা-ময়দা: পাইপের ভেতরে এই আটা জলের সাথে মিশে একটি আঠালো মিশ্রণ তৈরি করে বসে থাকে যেটা ধীরে ধীরে আরো ময়লাকে আকৃষ্ট করে। ফলে বেসিন বা নর্দমায় এ সব ফেলার আগে সচেতন হন।

ডিমের খোসা: জলের পথকে সুগম রাখতে ডিমের খোসাকে গুঁড়ো করে বেসিনে বা নর্দমায় ফেলে দেন? জানবেন সেটাও ভুল কাজ। ভিজে ডিমের খোসা ছোট ছোট অংশ একে অন্যের গায়ে লেগে একটা বড় অংশ তৈরি করে ফেলে। পাইপের জল যাওয়ার পথ আটকাতে সেটাই যথেষ্ট।

এ সব জিনিস তাই বেসিন, কমোড বা বাথরুমের পাইপে না ফেলে একটি নির্দিষ্ট ময়লা ফেলার পাত্রে ফেলুন ও সিটি  কর্পোরেশন এর ময়লার গাড়িতে চালান করুন।

সিলেট সমাচার
সিলেট সমাচার