• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
১১

ইলিয়াস ব্রাদার্সের দুই মালিকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

ঋণ খেলাপি মামলায় চট্টগ্রামের শিল্প গ্রুপ ইলিয়াস ব্রাদার্সের দুই মালিক আমিনুল করীম ও তার ভাই নুরুল আবছারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বিবাদীরা ইলিয়াস ব্রাদার্সের অঙ্গপ্রতিষ্ঠান একে এন্টারপ্রাইজের মালিক। তারা ব্যবসায়িক প্রয়োজনে ঢাকা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ ব্রাঞ্চ থেকে ঋণ দেন। সেই ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সুদ-আসলসহ ১০ কোটি ১৯ লাখ টাকা আদায়ের জন্য ২০২০ সালের ১৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষের ধারণা বিবাদী দুজন টাকা না দিয়ে স্থায়ীভাবে বিদেশ চলে যাবেন। এ কারণে আদালতে তারা বিবাদীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখার এসপি (ইমিগ্রেশন) বরাবর পাঠাতে বলা হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার