ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৩

মহামারীতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় জর্ডান সিনেটের প্রেসিডেন্ট

সিলেট সমাচার

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মহামারীকালেও বাংলাদেশের ৫% জিডিপি উন্নয়নের প্রশংসা করেছেন জর্ডান সিনেটের প্রেসিডেন্ট এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ফাইসাল আকিফ আল-ফায়েজ। আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে 'বঙ্গবন্ধু কর্নার' স্থাপন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জর্ডানের এই বর্ষীয়ান রাজনীতিবিদ করোনার মত এমন মহামারীতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে জানান, যেখানে বিশ্বের অনেক দেশ করোনার কারণে অর্থনৈতিক অবস্থা শিথিল হয়ে যাওয়ায় ঋণাত্মক জিডিপিতে অবস্থান করছে সেখানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে জিডিপির উন্নয়ন করতে সক্ষম হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়াও বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই কর্মীদের পাঠানো রেমিটেন্সের কল্যাণে মহামারীকালেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার সর্বদা এই বাংলাদেশিদের সহায়তায় প্রস্তুত রয়েছে।
 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, জর্ডান সিনেটের সাবেক সদস্য ড. শওসান মাজালি, প্রখ্যাত লেখক ও গবেষক সৈয়দ বদরুল আহসান এবং জর্ডানে বাংলাদেশের অ্যাম্বাসেডর নাহিদা সোবহান। অনুষ্ঠানে ব্যারিস্টার শাহ আলী ফরহাদের নির্মিত ১৯৭১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক ভিডিও 'হোপ অ্যান্ড এসপাইরেশন: দ্য ডে ফাদার অব দ্য ন্যাশন রিটার্নড হোম' প্রদর্শন করা হয়।

ড. শওসান মাজালি বাংলাদেশের বর্তমান সরকার ও ব্র্যাকের মত এনজিও'এ কার্যক্রমের কথা তুলে ধরে জানান, কিভাবে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে সে বিষয়েও আলোকপাত করেন তিনি। বাংলাদেশে তার ভ্রমণের কথা স্মরণ করে তিনি জানান, কিভাবে খুব দ্রুত অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

দেশ ও তরুণদের কাছে মুজিববর্ষের গুরুত্ব নিয়ে কথা বলেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। বঙ্গবন্ধুর রাজনীতি ও আদর্শ কিভাবে এখনো আন্তর্জাতিক রাজনীতি ও তরুণদের জন্য কাজে লাগছে সে বিষয়ে আলোচনা করেন তিনি। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ভাষণ শোনা এবং সে সময়ে একজন তরুণ হিসেবে নিজ জীবনে তার প্রভাব নিয়েও কথা বলেন তিনি। মুজিববর্ষের পর বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর উদযাপনের বিষয়ে আলোচনা করেন তিনি। বক্তব্যে এই অনুষ্ঠান আয়োজনের জন্য জর্ডানের বাংলাদেশ অ্যাম্বাসির প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের অন্ধকার কারাগারে প্রায় ৯ মাসের বেশি সময় কাটানোর পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকার তৎকালীন আয়োজন ও অবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সৈয়দ বদরুল। আগরতলা ষড়যন্ত্র মামলা ও ৬ দফা দাবি উত্থাপন থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালে ও স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের বিষয়ে কথা বলেন তিনি। কত তরুণ বয়সে বঙ্গবন্ধু তার নিজ নেতৃত্বগুণে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন পূরণ করে দেখিয়েছিলেন এবং তার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন তিনি সেই বিষয়ে আলোকপাত করে সৈয়দ বদরুল বলেন, নিজ তরুণ জীবনের ১০ বছর জেলে অতিবাহিত করতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

অ্যাম্বাসেডর নাহিদা সোবহান বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে বঙ্গবন্ধুকে 'মুক্তির দূত' হিসেবে অ্যাখ্যায়িত করেন। বঙ্গবন্ধু কর্নার স্থাপনের মাধ্যমে এখানে ভ্রমণে আসা সকলে বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু ত্যাগের কথা এবং তার স্বপ্ন ও বাংলাদেশের উন্নয়নের ইতিহাস সম্পর্কে জানবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদা সোবহান।

আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে 'মুজিববর্ষ ওয়েবিনার সিরিজ'-এর অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বপ্নের সোনার বাংলা' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে।

সিলেট সমাচার
সিলেট সমাচার