ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৮

ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪  

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটাই ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তার সফরে ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক সই হবে।


ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানিয়েছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। প্রথমবারের মতো ব্রাজিল থেকে কোনো উচ্চ পর্যায়ের সফর হবে এটি। এ সফর হবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক। এর মাধ্যমে সম্পর্ককে আমরা মজবুত করতে পারব।


ব্রাজিল বিশ্বে অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ। বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করে থাকে দেশটি। বাংলাদেশেও দেশটি গরুর মাংস রপ্তানি করতে চায়। এ ক্ষেত্রে প্রতি কেজি গরুর মাংস সাড়ে ৪ মার্কিন ডলার (৪৯৫ টাকা) দরে দিতে আগ্রহী দেশটি।


ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে ব্যবসায়ী প্রতিনিধিদল আসছে, সেখানে বেশ কয়েকজন মাংস রপ্তানিকারকও আছেন। সফরকালে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।


বাংলাদেশ ব্রাজিলে যেসব পণ্য রপ্তানি করে, তার চেয়ে সে দেশ থেকে সাত গুণ আমদানি করে থাকে। এই ভারসাম্যহীনতা দূর করতে চায় ঢাকা। ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট, সিরামিক পণ্য রপ্তানি করে থাকে। আর ব্রাজিল থেকে বিপুল পরিমাণ তুলা, চিনি, সয়া, সয়াবিন তেল আমদানি করে থাকে বাংলাদেশ।


ব্রাজিলে বাংলাদেশ প্রধানত পোশাক শিল্পপণ্য রপ্তানি করে থাকে। তবে পোশাক শিল্পপণ্যের জন্য ব্রাজিলে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। দীর্ঘদিন ধরে এই শুল্ক প্রত্যাহারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ব্রাজিলকে অনুরোধ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হবে।


ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি খাত, কারিগরি ও ক্রীড়া খাত।

ফুটবলে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সে কারণে ব্রাজিলের কাছ থেকে ফুটবল প্রশিক্ষণ ও সহযোগিতা নিতে চায় বাংলাদেশ। এ নিয়ে ক্রীড়া সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।


 

সিলেট সমাচার
সিলেট সমাচার