ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৭৩৭

আগামী সপ্তাহে দর কমছে পেঁয়াজের, স্বস্তির হাওয়া

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪  

আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজারদর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ও বাজারের মূল্য নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া  আগামী রমজানকে সামনে রেখে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ এবং স্বাভাবিক মূল্য নির্ধারণের পাশাপাশি অন্যান্য পণ্যের মূল্য যেন সহনীয় ও নির্ধারিত মূল্যে থাকে এ জন্য নিয়মিত তদারকি থাকবে বলে জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিশ্বস্ত সূত্রে জানা যায়, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরী এক সভায় বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে, বেশ কয়েকটি পণ্যে ইতোমধ্যে শুল্ক কমানো হয়েছে। আরও কয়েকটি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে।

এছাড়া পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং আগামী সপ্তাহের মধ্যে বাজারদর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। শীঘ্রই দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা হবে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার  টিম, ভ্রাম্যমান আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ বিষয়ে কাজ করবে বলেও সুত্রটি জানায়।

যশোরের স্থানীয় কৃষক হাবিবুর রহমান জানান, আবহাওয়া ভালো থাকায় এবছর মৌসুমী পেঁয়াজের ফলন ভাল হয়েছে।  তবে পাইকারী ব্যবসায়ীরা রোজায় ভালো দাম পেতে মজুদ করছে। এ বিষয়ে সরকারের তদারকি দরকার। এছাড়া হালী পেঁয়াজ চাষ হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে পেঁয়াজের চাহিদা মোতাবেক উৎপাদন সম্ভব হবে বলেও জানান এ কৃষক।

কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কমতে থাকায় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে রমজান মাসকে কেন্দ্র করে অনেকে মজুদ করছে। আমদানির মাধ্যমে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কমবে বলে মন্তব্য করেন এ ব্যবসায়ী।

এদিকে সম্প্রতি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম গণমাধ্যমে বলেন, রমজানে কিছু নিত্যপণ্যের দাম যাতে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এজন্য ইতোমধ্যে  চিনি, খেজুর, চাল ও তেলসহ চার পণ্যের শুল্ক কমানো হয়েছে। এছাড়া আরও কিছু পণ্যের মূল্য কমানোর প্রস্তাব করা হয়েছে। শুল্ক কমলে তার সুবিধা ভোক্তারাই পাবেন। এছাড়া বাজারে দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে শীঘ্রই প্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তাছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ ফেব্রুয়ারি অন্যান্য দ্রব্যের মূল্য নির্ধারণের পাশাপাশি নিত্যপণ্যের বাজার মূল্য স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিতে সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী সচিবদেরকে বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে আপনাদেরকে বেশি ভুমিকা রাখতে হবে। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আসন্ন রমজানের প্রস্তুতি নেন। 

 এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত  ৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সমাচার
সিলেট সমাচার