• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
২৩

গরুচোর চক্রের গুলিতে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

কক্সবাজারের চকরিয়ায় গরুচোর চক্রের গুলিতে মো. জাহাঙ্গীর আলম (২৮) নামের রেললাইন নির্মাণ প্রকল্পের শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দিবাগত-রাত ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মগছড়াজুম এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম উল্লেখিত এলাকার মৃত আবুল কাছিমের ছেলে। পেশায় তিনি একজন রেললাইন প্রকল্পের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মগছড়াজুম এলাকার গৃহকর্ত্রী রেজিয়া বেগম জানান, মধ্যরাতে একদল সশস্ত্র চোর চক্র তাদের বাড়িতে একটি গরু চুরি করতে আসে। গোয়াল ঘরে গরুর নড়াচড়া বুঝতে পেরে তার স্বামী ইসলাম আহমদ মুঠোফোনে প্রতিবেশীদের অবগত করেন। এ খবর পেয়ে পার্শ্ববর্তী বাড়ির যুবক জাহাঙ্গীর আলম লোহার রড় নিয়ে চোর ধরতে চলাচল সড়কের কিনারায় নিরাপদ স্থানে অবস্থান করেন।

অপরদিকে লোকজনের সমাগম বুঝতে পেরে চোর চক্র পালিয়ে যাওয়ার সময় সামনে পড়েন জাহাঙ্গীর। তাৎক্ষণিকভাবে তার দিকে গুলি ছুড়ে পালিয়ে যায় চোর চক্র। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতের অবস্থা গুরুতর দেখে তাকে বৃহস্পতিবার ভোরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন চিকিৎসক।

আহতের জেঠাতো ভাই আবু বক্কর জানান, জাহাঙ্গীরের ডান হাতের বাহু ও চোখে গুলি লেগেছে। কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনা শুনেই স্পট পরিদর্শন করেছি। আহত ব্যক্তির পরিবারকে থানায় এজাহার দিতে বলেছি। গুলি করা ব্যক্তিদের ধরতে স্পেশাল একটি পুলিশ টিমকে মাঠে রেখেছি।

সিলেট সমাচার
সিলেট সমাচার