• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৩

টেকনাফে প্যারাবনে ৭ বস্তায় মিলল বিয়ার-কারেন্ট জাল

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

কক্সবাজারের টেকনাফের নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ৩২৬ ক্যান বিয়ার ও ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে হেচ্চার খাল সংলগ্ন প্যারাবন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীর প্যারাবন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেচ্চার খাল সংলগ্ন প্যারাবন এলাকায় ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাতটি বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো তল্লাশি চালিয়ে আন্দামান গোল্ড বিয়ার ৩২৬ ক্যান ও ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল পাওয়া যায়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং বিয়ারগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার