ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৬

কালিয়াকৈরে ফ্রেবিক্স কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ মার্চ ২০২২  

গাজীপুরের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় ফ্রেবিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এতে পুড়ে গেছে ওই কারখানার ফ্রেবিক্স ও মেশিন।

এলাকাবাসী, কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শুক্রবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ডিভাইন ফ্রেবিক্স লিমিটেড কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার ছুটির দিন থাকায় ওই কারখানার অন্য সেকশন বন্ধ থাকলেও ডাইং সেকশন খোলা ছিল। কারখানাটির ৩ তলা ভবনের নিচ তলায় ডাইং সেকশনে অল্প কিছু শ্রমিক অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক কাজ করছিলেন। এসময় হঠাৎ করেই ওই কারখানার নিচ তলায় ডাইং সেকশনে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন দ্বিতীয় তলায় সুইং, ফিনিশিং এবং তৃতীয় তলায় সুইং সেকশনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানার শ্রমিক ও এলাকাবাসী।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট আটটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই কারখানার ফ্রেবিক্স ও মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

আগুন নিভাতে গিয়ে ওই কারখানার কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আহতরা কারখানার বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কতজন শ্রমিক কারখানায় কাজ করছিল এবং কিভাবে আগুনের সূত্রপাত ঘটে এসব বিষয়ে জানতে ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা কোনো তথ্য দেননি।

এদিকে তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের দোকানপাট বন্ধ ও বাসাবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই কারখানার আগুনের সংবাদ সংগ্রহ করতে গেলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, ওই কারখানার কর্তৃপক্ষ কারখানার ভেতরে ঢুকতে নিষেধ করেছেন।

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। তবে কোনো আহত হওয়ার ঘটনা দেখেননি বলেও জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার