ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৯

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের অপেক্ষায়

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১  

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরসভার উত্তর বাজার বদ্ধভূমি সংলগ্ন পুরাতন খোয়াই নদীর পাশে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন শুধু উদ্বোধনের অপেক্ষায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ হস্তান্তর করা হয় বলে জানা যায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক’র উপস্থিতিতে উক্ত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ বছর ৪ মাস পর ভবনটি নির্মাণ শেষে বুঝে পাওয়া যায়। এটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, হবিগঞ্জ নির্বাহী প্রকৌশল, এলজিইডির নির্দেশনায় চুনারুঘাট উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৬৩ লক্ষ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্সটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে মজীদ সন্স কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ শতক জমির ওপর নির্মিত চারতলা ভিত্তির তিনতলা কমপ্লেক্স ভবনের সম্মুখে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, নিচতলা ও দ্বিতীয় তলা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বরাদ্দ রাখা হয়েছে দোকানঘর। তৃতীয় তলায় মুক্তিযোদ্ধাদের অফিস, হলরূম, টয়লেট, লাইব্রেরি ও মিউজিয়াম রয়েছে।

তথ্য মতে, ২০১৮ সালের ফেব্রয়ারি মাসে ডিসিপি স্কুল সড়কের দক্ষিণ প্রান্তে বদ্ধভূমি সংলগ্ন পুরাতন খোয়াই নদীর পাশে ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ ৪৪ মাস পর ২০২১ সালের ৩০ জুন কাজটি সমাপ্তি হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউএনও এবং উপজেলা প্রকৌশলী উদ্যোগী হয়ে কমপ্লেক্স ভবনটির যাত্রা শুরুর চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারের অনেকে জানান, স্বাধীনতার ৫০ বছর পরে হলেও চুনারুঘাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পেয়ে আনন্দিত। আমরা মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উদ্বোধন সম্পর্কে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, এলজিইডি কর্তৃক ভবনটি হস্তান্তর করছে। আমাদের চুনারুঘাট মাধবপুরের সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি পরামর্শক্রমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, উপজেলা সমাজ সেবা অফিসার বারেন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, যুবলীগ নেতা লিজন, মুক্তিযোদ্ধা সহ আরো অনেকই ।

সিলেট সমাচার
সিলেট সমাচার