ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৯৯

ফিলিস্তিনিদের জন্য চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে সুনামগঞ্জের একদল তরুণ

সিলেট সমাচার

প্রকাশিত: ৬ জুন ২০২১  

ইসরায়েলিদের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে উপহার হিসেবে ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে সুনামগঞ্জের কয়েকজন তরুণ। তারা এ কার্যক্রমের নাম দিয়েছে হেল্প ফিলিস্তিন, সুনামগঞ্জ বাংলাদেশ।

গত ২০ মে রাতে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধ বিরতির সিদ্ধান্ত হওয়ার পর থেকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়াতে, ২৫ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুনামগঞ্জের কর্মরত চিকিৎসকদের পরামর্শ এবং সহযোগিতায় প্রায় দেড় লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী ব্যবস্থা করে তারা। যেখানে রয়েছে প্রায় ১৫-১৬ রকমের ওষুধ।

তরুণদের সাথে কথা হলে তারা জানায়, কলেজ ছাত্র ইয়াছির আহমদ জাওয়াদের উদ্যোগে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত কয়েকজন। ফিলিস্তিন দূতাবাসের পাঠানো ওষুধের তালিকা অনুযায়ী প্রায় দেড় লক্ষ টাকার ওষুধসামগ্রী ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করেন তারা। ওষুধসামগ্রী নিয়ে শনিবার রাতেই ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাবে এ তরুণ দলটি।

কার্যক্রমের উদ্যোক্তা সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ইয়াছির আহমদ জাওয়াদ বলেন, যুদ্ধে সে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেসবুক ও টেলিভিশনে আমরা তাদের অবস্থা দেখেছি আমার মাথা আসলো আমরা বন্ধু বড় ভাইরা মিলে যদি কিছু করতে পারি কি না। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে বড় কিছু করতে পারিনি কিন্তু তাদের জন্য কিছু ওষুধসামগ্রী উপহার হিসেবে পাঠাচ্ছি আমরা।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নাট্যকর্মী জিহান জোবায়ের বলেন, আমাদের কার্যক্রমটিতে দূতাবাস আমাদের সহযোগিতা করেছে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাদের প্রয়োজনীয় প্রায় ২০০ রকমের ওষুধের তালিকা পাঠালে আমরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে ১৫-১৬ রকমের ওষুধ পাঠাচ্ছি। এছাড়াও আমরা তাদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিচ্ছি। আমরা তাদের পাশে থাকতে পারছি সেটাই অনেক বড় পাওয়া আমাদের৷ আমরা চাই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিন যেন দ্রুতই দাঁড়িয়ে উঠতে পারে।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নাট্যকর্মী ইফতেখার সাজ্জাত পিয়াল বলেন, আমাদের কার্যক্রম সফল হয়েছে সুনামগঞ্জের ডাক্তারদের সহযোগিতায় আমরা ওষুধগুলো সুন্দরভাবে পেয়েছি এছাড়া আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের বিকাশ নাম্বার ও জেলায় বিশিষ্ট কয়েকজনের সহযোগিতায় আমরা অনেক দামি ওষুধগুলো কিনতে পেরেছি তাদের জন্য। আমরা ওষুধ ও চিকিৎসা সামগ্রীগুলো নিয়ে শনিবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়া দিব।

এছাড়া এ কার্যক্রমে রয়েছেন, সুনামগঞ্জের তরুণ সাংস্কৃতিক কর্মী নাজমুন নূর শ্রেষ্ঠ, লিওন চৌধুরী, তানভীর সিদ্দিক, আমিনুল নাঈম, তাহমিদ আহমদ সামী।

সিলেট সমাচার
সিলেট সমাচার