ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮০

ইভিএমে উচ্ছ্বসিত বড়লেখার তরুণরা, প্রবীণদের কাটেনি দ্বিধা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০  

প্রথমধাপে আগামী ২৮ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথমবার বড়লেখায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। তবে ইভিএম নিয়ে তরুণ ভোটারদের আগ্রহ থাকলেও প্রবীণদের অনাগ্রহ রয়েছে।

এর কারণ হিসেবে প্রবীণ ভোটাররা বলছেন, ইভিএমে কীভাবে ভোটপ্রয়োগ করতে হয় তা তারা অনেকে জানেন না। এছাড়া নির্বাচন সুষ্ঠু হবে কি-না তা নিয়েও তারা শঙ্কায় রয়েছেন। তবে তরুণ ভোটাররা বলছেন, ইভিএম পদ্ধতিতে খুব সহজেই ভোট দেওয়া যায়। এতে কারচুপির কোনো সুযোগ নেই।   
 
এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দিতে হয় তা ভোটারদের শেখাতে আজ রোববার সকালে অনুশীলনমূলক (মক) ভুটিংয়ের আয়েজন করা হয়। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এতে দেখা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৫ হাজার ৪৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ জন ভোটার মক (অনুশীলনমূলক) ভোটাধিকার প্রয়োগ করেছেন।    

সরেজমিন সকালে বড়লেখা সরকারি কলেজ, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয় তা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন। এসব কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কিছুটা ভোটার উপস্থিতি দেখা যায়।  

এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া খুব সহজ বলে মনে করছেন তরুণ ভোটাররা। দুপুরে ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তরুণ ভোটার তপন দত্ত। তিনি বলেন, ‘কত সুন্দর প্রক্রিয়ায় ভোট দিলাম। এ ফর্মুলায় একবার ভোট দিয়া আবার দেওয়ার সুযোগ নেই। একবার দিয়া অভ্যাস হলে মানুষ আর টেনশন করত নায়।’ মুছেগুল উত্তর এলাকার লিটন আহমদ বলেন, ‘এবার প্রথমবার ভোট দেবো। শুনেছি ভোট ইভিএমে দেওয়া লাগবে। ইন্টারনেটে দেখেছি কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। কেন্দ্রেও গিয়ে শিখেছি। এটা আমার কাছে সহজ মনে হয়েছে।’

বারইগ্রাম এলাকার কারমরুজ্জমান রাসেল বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া সহজ। ইউটিউবে দেখেছি কীভাবে ভোট দিতে হয়। এছাড়া কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণও নিয়েছি। এতে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।’

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার হচ্ছেন ৭ হাজার ৯২০ জন। পৌরসভার ১০টি কেন্দ্রে ৪৩টি ভোট কক্ষের (বুথের) ভোট গ্রহণ হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার