ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৮৪

নবীগঞ্জে পুরনো কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০  

প্রকৃতিতে এখন পুরোপুরি জেঁকে বসেছে শীত। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। সন্ধ্যা ও ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা।

এমন বাস্তবতায় নবীগঞ্জ পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা-বেচা। এসব দোকানে নিজেদের সাধ্যের ভেতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভে হাসি ফুটছে বিক্রেতাদের মুখেও।

সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজার, ওসমানী রোড ও শেরপুর রোডের হকার্স মার্কেটসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে বসেছে পুরোনো কাপড়ের ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

উসমানী রোড ও শেরপুর রোডের ফুলকলির পাশ হকার্স মার্কেটের প্রায় সব দোকানেই কম-বেশি উঠেছে শীতের বসন। ক্রেতাদের পছন্দের ওপর ভিত্তি করে বিক্রেতারা সাজিয়েছেন পসরা। উলের তৈরি সোয়েটার, ব্লেজার, জ্যাকেট, চাদর, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে এখানে। শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম কাপড়ের কেনাকাটার ধুম ফুটপাতের দোকান গুলোতে।

হকার্স মার্কেটে ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪শ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৫শ টাকা,মেয়েদের সোয়েটারের দাম মানভেদে ১শ থেকে ৪৫০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৩৫০ টাকা, হাতের মোজা ১০ থেকে ৪০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ২০ থেকে ৫০ টাকা ও মাফলার ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের কাপড়ের পাশাপাশি বিক্রি বেড়েছে কম্বলের। কম্বলের দাম ২শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।

পৌর এলাকার রাজাবাদ গ্রামের হকার্স মার্কেটের ব্যবসায়ী আব্দুল মালিক জানান, শীত আসার আগে এই দোকানে পুরাতন শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা শীতের গরম কাপড় বিক্রি শুরু করি। দামে সস্তা হওয়ায় নিম্নবিত্ত মধ্যবিত্ত ক্রেতাদের সংখ্যা বেশি।

উসমানি রোডের পুরাতন কাপড় এর ব্যবসায়ী পৌর এলাকার অভয়নগর গ্রামের নজির উদ্দিন জানান, গত বছরের তুলনায় এবার গরম কাপড়ের দাম পিস প্রতি ২০-৫০ টাকা বেড়েছে বলে বিক্রেতারা জানান। কারণ হিসেবে জানিয়েছেন, বছরজুড়ে করোনাভাইরাসের প্রভাব থাকায় কিছুটা দাম বেড়েছে।

হকার্স মার্কেট ও ভ্রাম্যমাণ কাপড়ের দোকানে আসা কয়েকজন ক্রেতার কাছে জানতে চাইলে তারা বলেন, পুরাতন এসব শীতের দোকানগুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো মানের জ্যাকেট, চাদর, সুইটার, কম্বলসহ পোশাক পাওয়া যাচ্ছে। যাতে আমাদের খরচ কম হয়। তাই সাধ্যের মধ্যে এখান থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি।

সিলেট সমাচার
সিলেট সমাচার