ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৯৩৫

শিশুদের টানছে ওয়াটার বল

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

রোমান আহমদ। জৈন্তাপুরের শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। মায়ের ফেসবুকে দেখেছে বড় বেলুনের ভেতরে (ওয়াটার বল) ঢুকে শিশুরা পানিতে খেলা করছে। সে ওই বেলুনের ভেতর ঢুকার জন্য মাকে বায়না ধরেছে। অবশেষে শুক্রবার ছুটির দিনে মা নিয়ে আসেন সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ওয়াটার বলের ভেতর ঢুকে পানিতে প্রায় আধাঘন্টা খেলে শান্ত হয় রোমান। ছেলের আবদার পুরণ করায় স্বস্তি পেয়েছেন মা শান্তা বেগম।

 

শুধু রোমান নয় সিলেট নগরী ও আশাপাশ এলাকার অনেক শিশুই আসছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়াটার বলে ঢুকার জন্য। ড্রিমল্যান্ড চিলড্রেন পার্ক এবারের মেলায় শিশুদের জন্য নিয়ে এসেছে তিনটি রাইড। এর মধ্যে রয়েছে জাম্পিং, ওয়াটার বল ও নৌকা রাইড।

 

শুক্রবার ছুটির দিন। পরিবার পরিজন নিয়ে নগরবাসী ঢল নামে বাণিজ্য মেলায়। ক্রেতা-দর্শনার্থীদের ঠাসা ভিড়ে বিকিকিনিও হয়েছে জমজমাট। গৃহস্থালি, আসবাবপত্র, প্রসাধনী, জুতা, শীতের কাপড়, শাড়ি, খেলনা, খাবার, হস্তশিল্প, জুয়েলারি- সব স্টলই ছিল লোকারণ্য। ইলেকট্রনিক্স ও ক্রোকারিজ ও গিফট সামগ্রীতে পছন্দ ছিল ক্রেতাদের। প্রতিদিন শুধু দর্শনার্থী বেশি থাকলেও ছুটির দিনে ক্রেতার সংখ্যাও ছিল চোখে পড়ার মত।

 

এদিকে মেলাকে কেন্দ্র করে আম্বরখানা-টিলাগড় সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সন্ধ্যা নামার পরপরই শাহীঈগাহ পয়েন্ট থেকে শুরু করে বালুচর পর্যন্ত শতশত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রাফিক পুলিশের সাথে সাধারণ মানুষও যানজট নিরসনে কাজ করেন।

 

শুক্রবার বেলা ৩টা থেকেই মেলা প্রাঙ্গণে আসতে থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীর ঢল। অধিকাংশই ছিল নারী ও শিশু। বাবা-মায়ের হাত ধরে বা কোলে চড়ে তারা চষে বেড়িয়েছেন স্টল-প্যাভিলিয়নে। আচারের দোকান, আসবাবপত্র, কী ইলেকট্রনিক্স, ক্রোকারিজ- কোনো স্টল বা প্যাভিলিয়নই খালি দেখা যায়নি। নিরাপত্তাকর্মীরাও বেশ তৎপর ছিল। মেলায় দেশী-বিদেশী শতাধিক স্টল রয়েছে। রয়েছে শিশুদের জন্য মিনি শিশুপার্ক এবং মোটরবাইকের স্ট্যান শো গেইম অব ডেঞ্জারও। শুক্রবার বিকেলে ঘুরে দেখা গেছে, মেলার প্রবেশপথ আর টিকিট কাউন্টারগুলোর সামনে মানুষের ঢল। ভেতরেও তিলধারণের ঠাঁই নেই। স্টল-প্যাভিলিয়নের কর্মকর্তা-বিক্রয় প্রতিনিধিদের সপ্তাহের অন্যদিনে বেশ অলস সময় কাটাতে দেখা গেলেও শুক্রবার ক্রেতা-দর্শনার্থীর ভিড় সামলাতে দেখা যায় তাদের। মেলায় শুধু ঘুরতে আসা লোকের সংখ্যাও কম নয়। কলেজ পড়–য়া সুমন জানান, কী কিনব জানি না। মেলার শেষের দিকে হয়তো কিছু কিনতে পারি। তবে এখানে ঘুরতেও ভালো লাগে।

 

এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে প্যাভিলিয়নগুলোও নানাভাবে সেজেছে। ভাই ভাই গিফট হাউজে ক্রোকারিজ সামগ্রী কিনতে এসেছিলেন নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোডের বাসিন্দা জিনিয়া সুলতানা। তিনি বলেন, ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও মেলায় আসার সুযোগ হয়ে ওঠে না। কিছু ক্রোকরিজ সামগ্রী প্রয়োজন থাকায় চলে এলাম মেলায়। একদাম ১৩০ টাকা হওয়ায় কিছু সামগ্রী কিনলাম। বাইরে থেকে দাম তেমন ব্যবধান নয়। তবে দামে সস্তা হলেও গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন তিনি। নগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা সালুটিকর ডিগ্রী কলেজের প্রভাষক তপন পাল বলেন, মেলায় এসে বিভিন্ন স্টল ঘুরে দেখছি। কিছু পণ্য পছন্দ হয়েছে। তবে দাম কিছুটা চড়া মনে হওয়ায় আরো ঘুরে দেখতেছি।

 

গহনা ও প্রসাধনী কিনতে মেলায় এসেছেন চৌধুরী শাহরিয়ার অভি। তিনি বলেন, মেলায় প্রচণ্ড ভিড়। কেনাকাটার জন্য হাঁটাচলা করা দায়। তবে পছন্দের অনেক জিনিস কিনছি যা সাধারণত এক সাথে পাওয়া যায় না। তাই ভালো লাগছে।

 

পারফেক্ট পয়েন্ট, ব্যাংকক সুজ, নিউ নবরুপা টেক্সটাইল, আফরোজা অপটিক্স, ইটালিয়ানো ব্রান্ডসহ আরও কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন ঘুরেও বেশ ভিড় দেখা গেছে। জানতে চাইলে এক বিক্রেতা জানান, আজ (শুক্রবার) যেভাবে বেচাকেনা হয়েছে, আশা করছি এবারের মেলা সফল হবে। তিনি বলেন, শুধু ছুটির দিন নয়, অন্য দিনগুলোও যেন এভাবেই ক্রেতা-দর্শনার্থীতে মুখর থাকে সেটাই প্রত্যাশা করছি।

 

পাকিস্তান প্যাভেলিয়ানের বিক্রেতা চট্টগ্রাম আগ্রাবাদের বাসিন্দা মো: জাকির বলেন, আমি শুধুমাত্র বিভিন্ন মেলাতে স্টল দিয়ে থাকি। ঢাকা ও চট্টগ্রামের চেয়ে সিলেটের মেলা ভিন্ন। এখানে অনেক দর্শনার্থী আসে। কিন্তু ক্রেতার সংখ্যা একেবারে কম। তবে ছুটির দিনে কিছুটা দেখা মিলে ক্রেতাদের। পাকিস্তান প্যাভেলিয়ানে ক্রোকারিজ, জুতা ও কাপড়ের স্টল রয়েছে। এর মধ্যে জুতার চাহিদা বেশি রয়েছে বলে জানান তিনি। এদিকে মেলায় নিরাপত্তা ব্যবস্থাও ভালো রয়েছে। এ পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান নিরাপত্তাকর্মীরা। 

 

নিরাপত্তার দায়িত্বে থাকা সিলেট পুলিশ লাইনস’র উপ পরিদর্শক আবদুস সালাম বলেন, ছুটির দিনে ভিড় বেশি থাকে। ভিড়ের মধ্যে অনেক সময় ক্রেতা-দর্শনার্থীরা চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। এছাড়া অনেক সময় ভিড়ের মধ্যে শিশুরা হারিয়ে যায়। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া মেলার আয়োজক কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক (নিরাপত্তাকর্মী) রয়েছে।

 

সিলেট চেম্বার এন্ড কমার্সের আয়োজনে ও মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরীর শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী এ মেলা শুরু হয়েছে ২৬ অক্টোবর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। কোনো সাপ্তাহিক ছুটি ছাড়াই মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার