• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
৪৫

দোয়ারাবাজারে ভারতীয় পণ্যসহ আটক ২

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শরীফপুর মসজিদ মার্কেট থেকে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৪শ' টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (২৮) ও বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রশিদ মিয়া (২৫)। তারা চোরাচালানের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, সুরমা ইউনিয়নের শরিফপুর আনোয়ারের দোকানের পাশে অভিযান চালিয়ে এসব আমদানি নিষিদ্ধি পণ্য জব্ধ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাদের আদলতে প্রেরণ করা হয়েছে।

জড়িত আরেক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার