ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৩০

সুনামগঞ্জে কৃষকদের বোবা কান্না, স্বপ্নের সলিল সমাধি

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২  

চোখের সামনেই তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। যার উপর নির্ভর ছিল জীবিকার সংস্থান আর পরিবারের ভবিষ্যৎ এক বছরের সকল আশা-আকাঙ্ক্ষা।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলের সাথে ডুবে যাচ্ছে লাখ কৃষকরে সকল স্বপ্ন। বলছিলাম সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষাবাঁধ ভেঙ্গে ফসল ডুবির কথা। নির্ধারিত সময়ের আগে বাঁধ নির্মাণ আর বাঁধ নির্মাণ কাজে সঠিক তদারকির মাধ্যমে অনিয়ম দুর্নীতি রুখতে পারলেই হয়তো পাহাড়ি ঢলের কবল থেকে রক্ষা করা যেত কৃষকদের চাষাবাদকৃত ফসলি জমি।

বুধবার মধ্যরাতে দিরাই উপজেলার দ্বিতীয় বৃহৎ ফসলের হাওর চাপতির হাওরে ৫ হেক্টর কাঁচা-আদাকাঁচা ধান থলিয়ে যায়। উপজেলার জগদল ইউনিয়নের বৈশাখী বাঁধে ফাটল দেখা দিয়ে হাওরে প্রবেশ করে পানি। অনেক চেষ্টা করেও ঠেকানো যায়নি পানি প্রবেশ। সকাল হওয়ার আগেই পানির সাথে তলিয়ে যায় এই উপজেলার জগদল, তাড়ল ও করিমপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনজীবিকার অন্যতম উৎস বোরো ধান। অসময় ক্ষেতের ধান তলিয়ে যাওয়ায় দেনার টাকা আর ভবিষ্যতের পরিবারের অন্য সংস্থান নিয়ে দুঃচিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
 
এদিকে বুধবার বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়ার বাঁধ ভেঙ্গে টাংনির হাওরের পানির প্রবেশ করায় ঝুঁকিতে পড়ে হাওরের ২ হাজার হেক্টর বোরো ফসল। বাঁধ ভাঙ্গার খবর পেয়ে আশে পাশের কয়েক গ্রাম থেকে বাঁধের পাড়ে জড়ো হন হাজারো কৃষাণ কৃষাণী। দীর্ঘ ৫ ঘন্টার চেষ্টার পর বাঁধ রক্ষায় জয়ী হন স্বেচ্ছাশ্রমে কর্মরত চাষিরা। তবে বাঁধ পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এতরার হোসেন। 

এর আগে গত শনিবার সর্বপ্রথম নজরখালি বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ৩ হাজার একর বোরো ফসল। উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলের চাপে বাধ ভেঙ্গে ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার তালা, ঘনিয়াপুরি হাওর, শাল্লা উপজেলার কৈয়ারবন্দ হাওর, পুটিয়ার হাওর, দিরাইর চাপতি ও টাংনির হাওরসহ ছাতক, সুনামগঞ্জ সদরের অন্তত ১২টি হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। কৃষকদের তথ্য অনুযায়ি এতে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রসস্ত কৃষকদের। অতিরিক্ত পানির চাপে বাঁধে ফাটল দেখা দেয়ায় ঝুকিতে রয়েছে তাহিরপুরের শনির হাওর, মাটিয়ান হাওর, শান্তিগঞ্জ উপজেলার খাই হাওর, দেখার হাওর, দিরাইয়ের ছায়ার হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরসহ জেলার প্রায় সকল হাওরের ফসলী জমী। এসব হাওরের বাঁধ রক্ষায় দিনরাত স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সংশ্লিষ্ট হাওরের চাষীরা। 

নির্ধারিত সময়ে কাজ শুরু ও শেষ না করা, বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন, দুর্বল বাঁধ তৈরী, বাঁধ নির্মাণকাজের তদারকি জোরদার না করা বাঁধের কাজে ব্যাপক অমিয়ম দুর্নীতির কারনে বাঁধ ভেঙ্গে হাওর ডুবির হচ্ছে বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
 
চাপতির হাওরের কৃষক রুফু মিয়া বলেন, চাপতির হাওরে ৮ কেয়ার জমি চাষ করেছিলাম। গত রাতে বাঁধ ভেঙ্গে সব তলিয়ে যায়। এখন কি করে বাঁচবো। জমি চাষ করতে গিয়ে লক্ষ টাকার ঋণ করেছি । এই ঋণ কি করে শোধ করবো। ছেলে নিয়ে কোথায় যাবো। 

আনোয়ার হোসেন নামের আরেক কৃষক বলেন, বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। দুর্বল বাঁধ করায় নদীতে পানি চাপ সহ্য করতে না পেরে বাঁধ ভেঙ্গে যায়। বাঁধ তদারকিতে গাফিলতি ছিল। প্রকৃত কৃষকরা বাঁধের কাজ করলে আজ এমন অবস্থা হতো না।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম বাঁধের কাজে অনিয়ম হচ্ছে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় আগাম বন্যা আসতেই বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে হাওরে। একের পর এক হাওর ডুবির ঘটনায় সুনামগঞ্জে মানবিক বিপর্যয় দেখা দিবে। এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

এদিকে হাওর ডুবির ঘটনায় সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার চন্দ্রসোনার তালা হাওরের বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক। এসময় তিনি হাওর পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন ও সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকল স্থরের মানুষদের এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

এবার সুনামগঞ্জের শতাধিক হাওরের বোরো ধানের আবাদ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল চালের দিক দিয়ে প্রায় ১৩ লাখ মে.টন।

সিলেট সমাচার
সিলেট সমাচার