• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৮৪

সিলেট পুলিশকে মারধর : ৪ আসামির জামিন

সিলেট সমাচার

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে টিকটক ভিডিও বানাতে বাধা দেওয়ায় ৭-এপিবিএন-এর এক সদস্যকে মারধরের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন জামিন পেয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ৭-এপিবিএন-এর ওই সদস্য বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। 

জামিন পাওয়া চারজন হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গরগরি এলাকার সরুজ আলির ছেলে জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে আবজাল (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাদের এক আত্মীয়কে বিদায় জানাতে ওসমানী বিমানবন্দরে আসেন জুবেল, জুয়েল, জুমেল ও আবজাল। আত্মীয়কে বিদায় জানিয়ে তারা বিমানবন্দরের ঠিক সামনেই মানুষ যাতায়াতের পথে মুঠোফোনে টিকটক ভিডিও করতে থাকেন। এসময় সেখানে  দায়িত্বরত আনসার ও ৭-এপিবিএন-এর সদস্যরা তাদের বাধা দিলে তারা আইনশৃঙ্খলরা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। একপর্যায়ে এ চারজন আনসার ও ৭-এপিবিএন-এর সদস্যদের মারধর শুরু করেন। এসময় নয়ন চন্দ্র নামের ৭-এপিবিএন-এর এক সদস্য বেশ আহত হন। 

রাতেই নয়ন চন্দ্র বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জুবেল, জুয়েল, জুমেল ও আবজালকে গ্রেফতার করে। 

তবে শনিবার তারা আদালতের নির্দেমে জামিনে মুক্তি পান। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন নয়ন চন্দ্রের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার এস.আই সাইফুল ইসলাম। 

সিলেট সমাচার
সিলেট সমাচার