• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
৮২

টাঙ্গুয়ায় পরিযায়ী পাখির সাথে মারা যাচ্ছে খামারীদের হাঁস!

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

টাঙ্গুয়ার হাওরে পরীযায়ী পাখি (অতিথি পাখি) সাথে মারা যাচ্ছে খামারীদের হাঁস। টাঙ্গুয়া হাওরে বিলগুলোর পানি কমে যাওয়ায় পাখি শিকারীরা বিলগুলোতে প্রতিদিন সন্ধ্যাবেলায় বিষ ছিটিয়ে রাখে। রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে আসা পরিযায়ী পাখিরা বিলের ওপর পড়ে মারা যায়। মারা যাওয়া পাখিগুলো পাখি শিকারিরা বিভিন্ন স্থানে বিক্রি করে। অপরদিকে দিনের বেলা খাদ্যের সন্ধানে দেশীয় হাঁস পালনের খামারিরা তাদের পালিত হাঁস নিয়ে ওই বিলগুলোতে নিয়ে যায়। দিন শেষে বাড়ি ফিরতে খামারিরা হাঁস গুনে দেখে প্রায় অর্ধেক হাঁস তাদের বাড়িতে এসেছে।

টাঙ্গুয়া হাওরপাড়ের গ্রাম ছিরিয়ারগাঁও। এ গ্রামের হাঁসের খামারী নূর আলম। নূর আলম জানান, তার খামারে ৬’শ হাঁস ছিল। বুধবার সকালে হাওরে নিয়ে যাওয়ার পর হাঁস মরতে মরতে তাহার এখন ২শ হাঁস রয়েছে। যেগুলো রয়েছে সেগুলোও এখন মৃত্যু পথযাত্রী।
গোলাবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক খসরুল আলম জানান, হাওরে পাখি শিকারীরা নতুন আত্মঘাতী কৌশল নিয়েছে। তারা আগে পাখি শিকার করতো ফাঁদ পেতে। এখন বিষ দিয়ে পাখি মারছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বিষ দিয়ে পাখি মারা গুরুতর অন্যায় কাজ। যারা এ কাজটি করছে, খোঁজ নিয়ে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার