ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৫৩

৩য় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, স্কুলপিয়ন গ্রেফতার

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

 


সিলেটের ওসমানীনগরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের এক পিয়নকে।

ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপির সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিনে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন পিয়ন কাম ক্যান্টিনবয় আব্দুল গফুর (৫০)। ঘটনাটি ৩১ আগস্ট ঘটলেও ওই সময় স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি বিষয়টি ধামাচাপা দিয়ে সমঝোতার চেষ্টা করেন। এছাড়া ঘটনাটি থানা পুলিশকে না জানাতে ভিকটিমের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের ভয়ভীতি দেখানো হয়। ফলে ভিকটিমের পরিবার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনায় মামলা করতে আগ্রহী হননি। 

ঘটনা জানাজানি হলে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে নারী ও মিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-৮) দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন। এ ঘটনায় উপজেলার ধরখা গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে স্কুল পিয়ন আব্দুল গফুরকে (৫০) আটক করেছে পুলিশ।

উপজেলার সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী সাদীপুর গ্রামে তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করছে। গত ৩১ আগস্ট দুপুর ১টার দিকে টিফিনের ছুটিকালীন সময়ে ওই ছাত্রী সহপাঠিদের সাথে নাস্তা খাওয়ার জন্য সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিনে যায়। এসময় ওই বিদ্যালয়ের ক্যান্টিনবয় আব্দুল গফুর ওই ছাত্রীকে হাত ধরে টেনে ক্যান্টিনের ভেতরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনা জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সাদিপুর উচ্চ বিদ্যালয়ে দুই পক্ষ নিয়ে দুই বিদ্যালয় কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় প্রভাবশালীরা সালিশে বসেন। তারা ওই ছাত্রীকে দিয়ে গফুরকে বেত্রাঘাত ও শিক্ষার্থীদের দিয়ে জুতা পেটা করান। এ সময় অভিযুক্ত গফুর উপর ৫ হাজার টাকা জরিমানাসহ উপস্থিত সকলের সামনে ক্ষমা প্রার্থনা করানো হয় গফুরকে দিয়ে। 

এরকম বিচার সালিশ মেনে না নিয়ে তাৎক্ষনিক সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে শ্লোগান দিতে শুরু করলে অভিযুক্ত গফুরসহ সালিশকারীরা বৈঠক থেকে চলে যান। 

বুধবার বিষয়টি থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে গফুরকে আটক করে এবং রাতেই ওসমানীণগর থানার এসআই সাইফুল মোল্লা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গফুরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। 

সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পিয়ন গফুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমার শিক্ষকদের পক্ষ থেকে একটি সভার মাধ্যমে রেজুলেশন করেছি। 

ওসমানীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চ.দা.) দিপালী সরকার বলেন, ওসি ও ইউএনও স্যারের মাধ্যমে বুধবার ঘটনাটি আমি জেনেছি। এর আগে প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ আমাকে ঘটনাটি অবগত না করায় আমি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। 

ওসমানীনগর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী বলেন, পিয়ন কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির খবর শুনেই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসমানীনগর থানার ওসিকে জানিয়েছি। অভিযুক্ত পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান, স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে ভিকটিমের পরিবার ও স্কুলের প্রধান শিক্ষক মামলা করতে আগ্রহী হয়নি। তাই পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং অভিযুক্ত গফুরকে আটক করা হয়েছে। 

সিলেট সমাচার
সিলেট সমাচার