ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১২৯

হাল বিহীন সিলেট বিএনপি!

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

বিএনপির এখন চরম দুঃসময়। দলের প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন প্রায় এক যুগ ধরে দেশের বাইরে। দলটির কেন্দ্রীয় থেকে তৃণমূল নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা। এই দুঃসময়ের দুর্বিপাকে পড়েছে সিলেট বিএনপিও। বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলা সিলেট বিএনপি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে চায়। এর আগে সম্মেলন আয়োজনের জন্য আহবায়ক কমিটিকে দায়িত্ব দিতে চায় কেন্দ্রীয় বিএনপি। কিন্তু সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটিতে আহবায়ক পদের জন্য শীর্ষ নেতাদের কেউই দায়িত্ব নিতে চাইছেন না। ফলে ঝুলে আছে বিএনপির এ ইউনিটের সম্মেলন।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে উভয় শাখায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এর ১৪ মাস পর ২০১৭ সালের ২৬ এপ্রিল উভয় শাখায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। তবে পূর্ণাঙ্গ কমিটিতে গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়। উভয় শাখায় ১৫১ সদস্যের কমিটি হওয়ার কথা থাকলেও জেলায় ২৮১ সদস্যের এবং মহানগরে ২৩১ সদস্যের কমিটি দেয়া হয়। চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত মেয়াদ শেষে গেল তিন মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে জেলা-মহানগর বিএনপি।

জানা গেছে, সিলেটে দলকে পুনর্গঠনের উদ্যোগ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। গত ৮ এপ্রিল সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নিয়ে স্কাইপের মাধ্যমে বৈঠক করেন তিনি। সেখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তারেক। তার নির্দেশনা অনুসারে সিলেটে বিএনপিকে পুনর্গঠনের রূপরেখা তৈরি করে পাঠান স্থানীয় নেতারা। এরপর সিলেট জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করে দিতে কেন্দ্রকে নির্দেশ দেন তারেক। সে লক্ষ্যে তৎপর হয় কেন্দ্রীয় বিএনপি।

সূত্র জানায়, জেলা বিএনপির আহবায়ক কমিটিতে আহবায়কের দায়িত্ব নিতে চাইছেন না শীর্ষ নেতারা। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাহির চৌধুরী, সাবেক আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক কেউই দলের দুঃসময়ে আহবায়কের দায়িত্ব নিতে চাইছেন না। জেলার আহবায়কের দায়িত্ব নিলে নতুন করে মামলার ফাঁদে পড়তে হতে পারে, এই ভয়ে তারা অপরাগতা দেখাচ্ছেন বলে সূত্রের খবর। উপযুক্ত কাউকে আহবায়কের দায়িত্ব দিতে না পারায় ঝুলে আছে জেলা বিএনপির নতুন কমিটি গঠনের কাজ। সর্বশেষ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহসভাপতি কামরুল হুদা জায়গীরদারকে আহবায়ক করে ৩১ সদস্যের একটি কমিটি কেন্দ্রীয় বিএনপি প্রস্তুত করছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আমরা বর্তমানে আহবায়ক কমিটির অপেক্ষায় আছি। বন্যার কারণে আহবায়ক কমিটি গঠনে দেরি হচ্ছে। তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হবে। এ কমিটি অধীনস্থ সকল ইউনিটে সম্মেলন করে কমিটি দেবে। এরপর জেলা শাখার সম্মেলনের আয়োজন করবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সিলেটে বিএনপি নেতাকর্মীদের নামে যেসব পুরনো মামলা আছে, সেগুলোর একেকটিকে বিভিন্ন ধারায় বিভক্ত করে একাধিক মামলায় রূপ দেয়া হচ্ছে। এর মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের চাপের মধ্যে রাখা হচ্ছে।’

জানা গেছে, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন । আর সাধারণ সম্পাদক আলী আহমদ গেছেন লন্ডনে। ফলে শীর্ষ দুই নেতাকে ছাড়াই ভারপ্রাপ্তদের দিয়ে চলতে হচ্ছে জেলা বিএনপিকে।

এদিকে, সিলেট মহানগর বিএনপিও নতুন কমিটির অপেক্ষায় আছে। তবে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে জেলা শাখার সম্মেলনের পরই মহানগর শাখার সম্মেলন হবে। জানা গেছে, কাউন্সিলরদের ভোটে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বদরুজ্জামান সেলিম। তবে গেল বছর সিলেট সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হন তিনি। এরপর দল তাকে বহিষ্কার করে। পরবর্তীতে সে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও সেলিম আর রাজনীতিতে সক্রিয় হননি। তার অনুপস্থিতিতে মহানগরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আজমল বক্ত সাদেক। তবে কিছুদিন আগে তিনি আমেরিকা সফরে যাওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে আছেন এডভোকে শামীম সিদ্দিকী।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘মহানগরে যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি রাজনীতি থেকে দূরে। ভারপ্রাপ্ত যিনি ছিলেন, তিনিও এখন নেই। আরেক ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম। ফলে সাংগঠনিক কার্যক্রম কিছুটা কম। তবে অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে আমরা নিয়মিত বসছি। বিএনপিকে অবগত করে তাদের কার্যক্রম চালাতে বলা হচ্ছে। এর মাধ্যমে দলে শৃঙ্খলা আসবে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার