ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৯৩

হলে ওঠার দাবি, সড়ক অবরোধ ছাত্রীদের

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

হলে ওঠার দাবিতে আন্দোলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করা বেগম রোকেয়া হলের ছাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুরে হল গেটের সামনে বিভিন্ন প্লাকার্ড ও বালতি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসনসংকট থাকায় বেগম রোকেয়া হলের প্রথম বর্ষের অর্ধশত ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলায় স্বাস্থ্য প্রতিষেধক শাখার কয়েকটি কক্ষে রাখে হল প্রশাসন। ছাত্রীদের দাবি, এ বছরের জানুয়ারিতে স্বাস্থ্যকেন্দ্রে রাখার সময় তিন মাসের মধ্যে হলে ওঠানোর আশ্বাস দেয় হল প্রশাসন। কিন্তু আট মাস পার হলেও ওঠানোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


ছাত্রীদের অভিযোগ, স্বাস্থ্য প্রতিষেধক শাখায় বসবাস করার কোনো পরিবেশ এখন নেই। বেশ কিছু দিন ধরে চলছে পানির সংকট। সেখানকার শৌচাগারে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিচতলা থেকে পানি নিয়ে গিয়ে গোসল, কাপড় ধোয়াসহ প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে ছাত্রীদের। তা ছাড়া প্রচণ্ড গরমে পর্যাপ্ত ফ্যান ও পড়াশোনার জন্য প্রয়োজনীয়সংখ্যক টেবিলের ব্যবস্থা নেই। নেই ডাইনিং ও ক্যানটিনের কোনো ব্যবস্থা। স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করাও অনেকটা অনিরাপদ।

আজ দুপুরে ওই ছাত্রীরা রোকেয়া হলের সামনে বিভিন্ন প্লাকার্ড ও বালতি নিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটি অবরোধ করে রাখেন তাঁরা। এতে রাস্তায় চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় হলে ওঠার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন ছাত্রীরা। তাঁরা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে পড়াশোনার কোনো পরিবেশ নেই। হল প্রশাসন তিন মাসের কথা বলে আট মাসেও তাঁদের হলে ওঠাতে পারেনি। শিগগির তাঁদের হলে ওঠানোর দাবি জানান ছাত্রীরা।

ছাত্রীদের আন্দোলন চলাকালে সেখানে উপস্থিত হন ঈশা খাঁ হলের প্রভোস্ট মো. আশরাফুল হক, বেগম রোকেয়া হলের হাউস টিউটর এফ এম জামিল উদ্দিন, সহকারী প্রক্টর মো. শহীদুল আলম প্রমুখ। এ সময় জামিল উদ্দিন ছাত্রীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ থেকে সরে আসেন। তিনি বলেন, হলের বর্ধিত অংশের নির্মাণাধীন কাজ নভেম্বর নাগাদ শেষ হবে। তখন ছাত্রীদের হলে ওঠানো হবে। এ সময় ছাত্রীরা হলের নির্মাণকাজে সময়ক্ষেপণ হচ্ছে বলেন অভিযোগ করতে থাকেন।

রোকেয়া হলের প্রভোস্ট মোহাম্মদ জিয়াউল হক একটি গবেষণার কাজে ফরিদপুর অবস্থান করছেন। আজ মুঠোফোনে জিয়াউল হক বলেন, পানির পাম্পের সমস্যার জন্য ছাত্রীদের কিছুটা দুর্ভোগ হয়েছে। ভবনের কাজ শেষ না হওয়ায় এই মুহূর্তে ছাত্রীদের হলে ওঠানো সম্ভব হচ্ছে না। নির্মাণকাজে কোনো ধরনের ধীরগতি হচ্ছে না বলে জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার