ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪০২

হবিগঞ্জে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

হবিগঞ্জে ‘উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম, পিপিএম) বলেছেন, ‘পুলিশ ও গণমাধ্যম সজাগ থাকায় জঙ্গী তৎপরতা নিয়ন্ত্রণে এসেছে। তা আরও কমবে। এ জন্য গণমাধ্যম কর্মীদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। গণমাধ্যম কর্মীরা একটি দেশের, একটি সমাজের ধ্যান-ধারণা পাল্টে দিতে পারেন। এ লক্ষ্যে জঙ্গীদের পরিবারের দূর্দশার চিত্র ও সমাজে প্রতিষ্ঠিত যুবক যুবতীদের স্বপ্নগাথা গল্প গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন’।  

তিনি বলেন, ‘সন্ত্রাস-জঙ্গী দমনে ২৯টি কওমি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার করা হয়েছে। আমি হবিগঞ্জে যোগদানের আগে মামলা ছিল ২হাজার ৭শত। যোগদানের পর এক বছরে মামলা দাড়িয়েছে ২ হাজার ১শ-তে। মামলা কমেছে ৬শ’।

আজ বুধবার দিনব্যাপী পুলিশ সুপার কার্যালয়ে ‘উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উপরোক্ত কথা বলেন তিনি। কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- এর আয়োজনে ও অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ সাংবাদিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৩/৪ হাজার জঙ্গী সিরিয়ায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশের ৭০ জন জঙ্গী সিরিয়ায় গিয়েছে। তাদের মধ্যে অন্তত ৩০ জন বিভিন্ন সময় মারা গেছে। অন্যরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। দেশের সব প্রবেশ পথে তাদের সম্পর্কে তথ্য দেয়া আছে। প্রবেশের চেষ্টা করলেই তারা ধরা পড়বে’। সাবেক পৌর চেয়ারম্যান সর্বজনাব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘জঙ্গীদের রাজনৈতিক কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীনভাবে তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে’।

বক্তারা বলেন, ‘বাঙ্গালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে হবে। সকলের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। বই পড়া, গান, আবৃত্তি, বিতর্ক, কিংবা খেলাধুলায় উৎসাহিত করা, সঠিক ও প্রয়োজনীয় ধর্ম শিক্ষা দেয়া এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাসহ নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সহাবস্থানের চর্চা করতে হবে’।

সিলেট সমাচার
সিলেট সমাচার