ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৩৩

সুরা ফাতিহার তাফসির [পর্ব-০২]

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

 


ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
‘যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।’ [আয়াত : ২]

رَحمان (করুণাময়) শব্দটি فَعلان এর ওজনে। আর رَحِيم (দয়ালু) শব্দটি فَعِيل এর ওজনে। দু’টোই মুবালাগা বা আধিক্যতাবাচক। যার ফলে শব্দ দু’টির অর্থ দাঁড়াচ্ছে ‘পরম করুণাময়, অসীম দয়ালু।’ উভয়টিই আল্লাহর মহান নামসমূহের অন্তর্ভুক্ত। মুফাসসিরগণ বলেছেন, ‘রাহমান’ শব্দটি দ্বারা দুনিয়াতে তাঁর পরম করুণা বোঝায়, মুমিন-কাফির নির্বিশেষে সকলেই এই করুণার আওতাভুক্ত। তিনি সবাইকেই রিজিক দেন, সবারই প্রয়োজন পুরা করেন। আর ‘রাহিম’ দ্বারা তাঁর পরকালীন সীমাহীন দয়া উদ্দেশ্য, যা দ্বারা শুধুমাত্র মুমিনরাই উপকৃত হবে। সেদিন কোনো কাফির-মুশরিকের প্রতি দয়া প্রদর্শন করা হবে না। [ইবনু কাসির, কুরতুবি]

‘আর-রাহমান’ নামটি শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। অন্য কেউ এ নাম ধারণ করতে পারে না, এ নামের যোগ্য হতে পারে না। আর ‘আর-রাহিম’ নামটি ব্যাপক, অন্যদের ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। যেমন স্বয়ং আল্লাহ তাঁর প্রিয় নবির ক্ষেত্রে ‘রাহিম’ শব্দটি ব্যবহার করেছেন—

لَقَدْ جَاءكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَّحِيمٌ

‘তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।’ [সুরা তাওবা, ৯ : ১২৮]

আল্লাহ তায়ালা ‘রহমান’ হিসেবে দুনিয়াতে মুমিন-কাফির, মুওয়াহহিদ-মুশরিক নির্বিশেষে সকল মানুষের প্রতি করুণা করেন। এ জন্যই তিনি বলেছেন, 

يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ - الَّذِي جَعَلَ لَكُمُ الأَرْضَ فِرَاشاً وَالسَّمَاء بِنَاء وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقاً لَّكُمْ فَلاَ تَجْعَلُواْ لِلّهِ أَندَاداً وَأَنتُمْ تَعْلَمُونَ

‘হে মানবজাতি! তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। যে পবিত্রসত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব, তোমরা জেনেশুনে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করো না।’ [সুরা বাকারা, ২ : ২১-২২]

আর ‘রাহিম’ শব্দটি মুমিনদের প্রতি বিশেষ রহমত সম্পর্কিত ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ তায়ালা বলছেন, 

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا

‘তিনিই তোমাদের প্রতি রহমত করেন এবং তাঁর ফেরেশতাগণও রহমতের দুয়া করেন—অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে বের করে আনার জন্য। আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।’ [সুরা আহযাব, ৩৩ : ৪৩]

সিলেট সমাচার
সিলেট সমাচার