ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৯৭

সিলেটের অলিগলি ঘুরে সাধারণ মানুষকে সচেতন করছে সেনাবাহিনী!

সিলেট সমাচার

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  


করোনা ভাইরাস সচেতনতা ও সর্তকতা অবলম্বনে সুরক্ষা নিশ্চিতে সিলেট বিভাগের সব জেলায় কাজ করছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষকে সচতেন করতে হ্যান্ড মাইকের সহায়তার প্রচারণা চালান। পাশাপাশি গনজমায়েত এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।

গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সিলেটসহ হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। চার জেলায় কয়েকশো সেনাসদস্য এ সকল কার্যক্রম পরিচালনা করে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।  

সূত্র জানায়, করোনা সচেতনা ও সর্তকতা অবলম্বনে সুরক্ষা নিশ্চিতে পুরো সিলেট জেলা চষে বেড়াচ্ছে সেনাবাহিনীর ৪ টি ব্রিগেড ১৩ টি টিম । করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সিলেটের সব এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তা প্রদানে সিলেটে মাঠে রয়েছে সেনাবাহিনী।
 
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের সংক্রামক প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। রবিবার সকাল থেকে পুরো উপজেলা ঘুরে বেরিয়েছেন তারা।  

পৌর শহর এলাকা শেষ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামের বাজার গুলোতে গিয়ে তারা এলাকার লোকজনকে করোনাভাইরাসের সংক্রামক প্রতিরোধে সরকারের নির্দেশাবলী মেনে চলার জন্য উৎসাহিত করেন।

একান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলেন। আর যারা জরুরি প্রয়োজনে বাজারে বের হবেন তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন।  

সেনাবাহিনীর এসব কাজে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এবং তাঁদের কাজের প্রশংসা করছে। দেশের সংকটকালীন সময়ে সেনাবাহিনীর এভাবে জনগনের পাশে নিরলসভাবে পাশে দাঁড়ানোকে তারা চূড়ান্ত দেশপ্রেম বলে মন্তব্য করছেন। 

সিলেট সমাচার
সিলেট সমাচার