ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৫৬

সিলেটে বাসা ভাড়া কমিয়েও মিলছে না ভাড়াটিয়া

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় সিলেটের প্রতিটি সেক্টরে বড় ধরণের প্রভাব পড়েছে। বিভাগীয় নগরী সিলেটে ব্যবসা বাণিজ্যে মন্দা ও বিদেশ থেকে টাকা আসার পরিমাণ কমে যাওয়ায় বড় ধরণের প্রভাব পড়েছে সিলেট শহরের বাড়িওয়ালাদের ওপর। চাকরি চলে যাওয়া, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধ হওয়ার কারণে কয়েক হাজার মানুষ সিলেট শহর ছেড়ে পরিবার পরিজন নিয়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। যার কারণে শহরের অলি-গলিতে সাঠানো হয়েছে বাসা ভাড়া দেয়ার বিজ্ঞপ্তি। পাশাপাশি অনলাইনেও বাসা ভাড়া দেয়ার অসংখ্য বিজ্ঞপ্তি দেখা গেছে।  

সিলেটে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গেল ৫ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য মতে করোনাভাইরাস নির্মূল হতে হতে আরও কয়েক বছর লাগতে পারে। কিংবা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা মহামারি থাবে না। এমন ঘোষণার পর থেকেই সিলেটের সর্বত্র ব্যবসা বাণিজ্যে লেগেছে বড় ধরণের ধাক্কা। ইতিমধ্যে অনেক ব্যবসা বাণিজ্য হয়ে পড়েছে বন্ধ। কেউ আবার দোকানপাট খুলে বসছেন। কিন্তু হচ্ছে না ব্যবসা বাণিজ্য। যার কারণে সিলেটে বিভিন্ন প্রতিষ্টানে শুরু করা হয় কর্মী ছাঁটাই। অভিজাত মিষ্টান্ন ভাণ্ডার `মধুবন’ বন্ধ রয়েছে ৩ মাসের অধিক সময় থেকে। সেখানে কর্মরতদের চাকরিচ্যুত করা হয়।

এছাড়া ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্টান বন্ধ হয়ে পড়েছে। সিলেট শহরে বাসা ভাড়া দিয়ে থাকা এসব মানুষ চাকরি হারানো ও ব্যবসা বন্ধ হওয়ায় নিরুপায় হয়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। পাশাপাশি সিলেট শহরে অনেক পরিবার শুধু মাত্র বাচ্ছাদের পড়ালেখা করানোর জন্য বাসা ভাড়া দিয়ে থাকতেন। এদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের টাকার উপর নির্ভর ছিল। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে এসব মানুষের চাকরি হারানোর কারণে এই অংশটুকুও চলে গেছে গ্রামের বাড়িতে। সব মিলিয়ে সিলেট শহরে বর্তমানে অসংখ্য বাসা খালি রয়েছে। বিজ্ঞপ্তির পর বিজ্ঞপ্তি দিয়েও যাচ্ছে না বাসা ভাড়া।

নগরীর সুবিদ বাজারের রাস্তার পাশে দুটি গাছে বাসা ভাড়া দেয়া হবে এমন শতাধিক বিজ্ঞপ্তি সাঠানো রয়েছে। পাশাপাশি সিলেটে ফেসবুক ভিত্তিক বাসা ভাড়া দেয়া নেয়ার এমন কয়কটি গ্রুপ ও পেজে প্রতিনিয়ত বাসা ভাড়া দেয়া হবে বিজ্ঞপ্তি চোখে পড়ছে।

শহরতলীর শাহপরান নিপবন আবাসিক এলাকার বাসিন্দা দেলোয়ার আল হাসান জানান, সিলেট ভিত্তিক বাসা ভাড়া দেয়ার ফেসবুকের সকল গ্রুপে তার বাসার ৩টি ইউনিট ভাড়া দেয়ার বিজ্ঞপ্তি দিচ্ছেন ৩ মাস থেকে। কিন্তু এখনো একটি ইউনিট খালি রয়েছে। যে দুটি ইউনিট ভাড়া দিয়েছেন তাও নিজের পরিচিত জনদের কাছে। তারাও গ্রামের বাড়িতে চলে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে গ্যাস সহ বাসা ভাড়া অনেকাংশে কমিয়ে তাদের ভাড়া দিয়েছেন। যে ইউনিট এখনো খালি রয়েছে সেটি ভাড়া দেয়ার জন্য তিনি অনলাইনে ভাড়া কম দেয়ার কথা বলেও কেউ ভাড়া নিচ্ছে না বলে জানান তিনি।

আম্বরখানার লোহার পাড়ায় ভাড়া বাসায় থাকতেন ব্যবসায়ী ইকবাল আহমদ। ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় ১২ হাজার টাকা দিয়ে তিনি কাঠিয়ে উঠতে পারছিলেন না। যার কারণে গত জুন মাসে ৬ হাজার টাকা দিয়ে মদিনা মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় চলে গেছেন তিনি।

আখালিয়ার নতুন বাজার এলাকার বাড়িওয়ালা শাহিন আহমদ জানান, গত ৪ মাস থেকে তার বাসার ৪টি ইউনিট খালি রয়েছে। করোনা প্রাদুর্ভাবের সময় তার বাসার লোকজনের কেউ চলে গেছেন গ্রামের বাড়িতে। আবার কেউ পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে নিজে খরচ কমাতে উঠেছেন ব্যাচেলর ম্যাসে। বাড়িওয়ালা শাহিন জানান, এর আগে এভাবে বাসা খালি পড়ে থাকতো না। বিজ্ঞপ্তি দেয়ার সপ্তাহের মধ্যেই বাসা ভাড়া হয়ে যেত।

সিলেট সমাচার
সিলেট সমাচার