ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬৯

সিলেটে বই উৎসবে মাতবে সাড়ে ৯ লাখ শিক্ষার্থী

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

 


সিলেটে বই উৎসবে মাতবে সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। আগামী বুধবার সারা দেশের মতো সিলেটের চার হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হবে। শিক্ষাকে সব স্তরে ছড়িয়ে দিতে ২০১০ সাল থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। 


এ বছর সিলেট জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের ৯ লাখ ৫৩ হাজার ৩০১ জন শিক্ষার্থীদের মধ্যে ৮৪ লাখ ৩৩ হাজার ৭৩৬টি নতুন বই বিতরণ করা হবে। 


এ ছাড়া প্রাক-প্রাথমিকের ৭১ হাজার ৫৪৩ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে একটি করে বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক ও মাধ্যমিকের জেলা শিক্ষা অফিস।


এ বছর থেকে প্রাথমিকের সব শিক্ষার্থীদের নতুন বইয়ের সঙ্গে স্কুল ইউনিফর্ম কেনার জন্য দুই হাজার টাকা প্রদান করার ঘোষণা দিলেও তা এখনো ধোঁয়াশায় রয়েছে। এখন পর্যন্ত টাকা প্রদানের জন্য কোনো বরাদ্দ কিংবা নির্দেশনা জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে না আসায় সেই টাকা পাচ্ছেন না কোনো শিক্ষার্থী।


চলতি বছরের সেপ্টেম্বরে বইয়ের সঙ্গে টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 


সিলেট জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম জানান, ১ হাজার ৪৭৭টি সরকারি প্রাথমিকসহ সাড়ে তিন হাজারের বেশি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ২৬ হাজার ২১৭জন শিক্ষার্থীকে ২৫ লাখ ৭ হাজার ৩৯৭টি নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে বাংলা মাধ্যমের ৫ লাখ ১৯ হাজার ৫৪৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৭৬ হাজার ৯৯০টি ও ইংরেজি মাধ্যমের ৬ হাজার ৬৭৩ জন শিক্ষার্থীকে ৩১ হাজার ৪০৭টি বই দেয়া হবে। তাছাড়া প্রাক-প্রাথমিকের ৭১ হাজার ৫৪৩ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে একটি করে বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে।


তিনি আরো বলেন, এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বুধবার সিলেটে ৩৫৫০টির বেশি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হবে। তাছাড়া প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণ করা হবে। 


প্রাথমিকের শিক্ষার্থীদের নতুন বইয়ের সঙ্গে দুই হাজার টাকা দেয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিমন্ত্রী এ ঘোষণা দিলেও টাকা প্রদানের ব্যাপারে আমাদের কাছে কোনো নির্দেশনা বা বরাদ্দ আসেনি। তাই এ ব্যাপারে কিছু বলতে পারব না।


সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার বলেন, সিলেটে মাধ্যমিকে ৩৮১ ও ১৫৯ মাদরাসায় মোট ৪ লাখ ২৭ হাজার ৮৪ শিক্ষার্থীর মধ্যে ৫৯ লাখ ২৫ হাজার ৩৩৯টি নতুন বই বিতরণ করা হবে।


তিনি বলেন, মাধ্যমিকের ২ লাখ ৯৯ হাজার ২৫৪ জন শিক্ষার্থীর মধ্যে বাংলা ভার্সনে ৪৩ লাখ ৩৭ হাজার ৫৫৮টি, ইংরেজি ভার্সনে ৬৪ হাজার ৬৬৭টি, এসএসসি ভোকেশনালে ২৪ হাজার ৭২১টি, কারিগরিতে ৮ হাজার ৫টি বই বই বিতরণ করা হবে। তাছাড়া মাদরাসায় ১ লাখ ২৭ হাজার ৮৩০ শিক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ৩৮৮টি নতুন বই বিতরণ করা হবে। 


তিনি আরো বলেন, বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই উঠবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পুরনো বই দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এদিকে, বই উৎসব কেন্দ্র করে সিলেটের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি কিন্ডারগার্টেন ও অগ্রগামী বালিকা বিদ্যালয় ও ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্দেশনায় বই উৎসবের আয়োজন করা হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার