ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৯৫

সাধারণ এবং দাঁতের ডাক্তারের মধ্যে পার্থক্য করা হয় কেন?

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

 


চিকিৎসক বা ডাক্তার হলেন স্বাস্থ্য সেবা প্রদানকারী; যাদের পেশা হলো শারীরিক বা মানসিক রোগ নির্ণয় ও সুস্বাস্থ্য বজায় রাখার পরামর্শ এবং চিকিৎসা দেওয়া। তাদের মধ্যে কেউ যদি কোন বিশেষ প্রকারের রোগ, রোগী বা চিকিৎসা পদ্ধতির চর্চার প্রতি নিবিষ্ট হন তাদেরকে বিশেষজ্ঞ বা স্পেশালিষ্ট বলা হয়।

অন্যরা যারা ব্যক্তি বা জনগোষ্ঠীকেন্দ্রিক সাধারণ মানুষের চিকিৎসা করে থাকেন তাদেরকে জেনারেল প্রাক্টিসনার বলা হয়। চিকিৎসার সঠিক ব্যবহার শুধু চিকিৎসাবিজ্ঞানের জ্ঞানের ওপরেই নির্ভর করে না, নির্ভর করে এই বিজ্ঞানকে প্রয়োগ করার ফলিত পারদর্শীতার ওপর। মজার ব্যাপার হলো দন্তবিশেষজ্ঞকে কেন আলাদা করা হলো? দাঁতও তো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মত একটি অংশবিশেষ। দাঁতের স্বাভাবিক বৃদ্ধির সময়কে কাজে লাগিয়ে এলোমেলো দাঁতগুলো ঠিক করা হয়। মাড়ি ও টিস্যু রোগের চিকিৎসা করা হয়।

দাঁত ভেঙে যাওয়া, মুখের অস্বাভাবিক গঠন, জটিলতা দূর করা, মুখের মধ্যে ও চোয়ালে অস্বাভাবিক বৃদ্ধি যেমন-টিউমার অপারেশন করা হয়। শিশুদের দাঁতের চিকিৎসাসেবায় বিশেষজ্ঞ রয়েছে। কৃত্রিম দাঁত বসানোয় বিশেষজ্ঞরা গ্রাহকের চাহিদা অনুযায়ী কৃত্রিম দাঁত সংযোজন করে থাকেন।

দাঁতের ভেতরে স্ট্রাকচারের ওপর চিকিৎসা করে থাকেন। নার্ভ ইনফরমেশন চিকিৎসায় বিশেষজ্ঞরা রুট ক্যানেলের চিকিৎসাও করে থাকেন। চিকিৎসা জ্ঞানের পাশাপাশি আলাদা কিছু দক্ষতাও অর্জন করতে হয় একজন দাঁতের ডাক্তারকে।

এর মধ্যে রয়েছে রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা; ধৈর্যের সঙ্গে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করা; দাঁতের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার শেখা; গভীর মনোযোগের সঙ্গে নিখুঁতভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে পারা এবং নিজের দক্ষতা বাড়াতে দাঁতের চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি ও গবেষণা সম্পর্কে খোঁজ রাখা এবং এর চর্চা করা।

দিন দিন দাঁত ও মুখের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ায় এই পেশার সম্ভাবনা বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক যেমন সব বিষয়ের ওপর প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। একইসঙ্গে ক্রিটিকাল সিচুয়েশনে বিশেষজ্ঞের পরামর্শও দিয়ে থাকেন। কিন্তু দাঁতের ডাক্তার শুধু দাঁতের ওপরই তাদের সীমাবদ্ধতা রেখেছেন বা সেইভাবে বর্তমান সিস্টেম চলছে।

অনেকে নিশ্চয় বলবে তাতে সমস্যা কোথায়? সমস্যা রয়েছে বিশেষ করে সুইডেনে এবং পাশ্চাত্যে। পাশ্চাত্যে সবাই ট্যাক্স পে করে বিধায় সরকারের দায়ভার জনগণের ওপর অন্যরকম তুলনা করলে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে যেমন সরকার বা তার কর্মরত কর্মচারীরা জনগণকে মূল্যায়ন করে না।

তাদের জীবনের বা এমনকি ভোটেরও তেমন প্রয়োজন আছে বলে মনে করে না। কিন্তু পাশ্চাত্যে এসব বর্বরতার ধ্বংস অনেক আগেই হয়েছে। এখানে নাগরিকের জীবনের মূল্য অনেক বেশি বিধায় জনগণ তার অধিকার আদায়ে সর্বদাই সচেতন।

সুইডেনের চিকিৎসা ব্যবস্থা সবার জন্য সমান। আমরা মাত্র সুইডিশ ২০০ ক্রোনারে সকল ধরনের চিকিৎসা পেয়ে থাকি। ফ্রি চিকিৎসা পেয়ে থাকে শিশু থেকে ১৮ বছর বয়স অব্দি সকলেই। দাঁত চিকিৎসার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন ২৪ বছর অব্দি সব ফ্রি কিন্তু তারপর বলতে গেলে সব খরচ নাগরিকের, যা অনেকের মত আমাকেও অসহ্য করে তুলেছে।

সাধারণ ডাক্তার এবং দাঁতের ডাক্তারের মধ্যে কেন পার্থক্য করা হয়েছে তা নিয়ে আমি গবেষণা সঙ্গে লিখালিখি করতে শুরু করেছি। কারণ সদ্য কয়েকবার দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সামান্য চিকিৎসার বিনিময়ে বড় অংকের অর্থ ফি দিয়েছি তাই।

একইসাথে জানতে পেরেছি দাঁতের চিকিৎসা সবচেয়ে ব্যয়বহুল এদেশের নাগরিকদের জন্য। অনেকে শত শত হাজার সুইডিশ ক্রোনার ব্যয় করে চলছে দাঁতের চিকিৎসার জন্য। অথচ দেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান যেমন হার্টের অপারেশনে এদেশের নাগরিকদের সর্বোচ্চ ব্যয় হয় ২০০ ক্রোনার এবং ৮০ ক্রোনার প্রতিদিন সংযুক্ত করা হয় (যেমন থাকা, খাওয়া, ওষুধ, সেবা) যদি রুগী হাসপাতালে ভর্তি থাকে।

অথচ দাঁতের চিকিৎসাকে আলাদাভাবে এদেশের পরিকাঠামোতে রেখেছে বিধায় ডেন্টাল ক্লিনিক তার গতিতে চলছে। আর সমস্ত খরচ নাগরিককেই বহন করতে হচ্ছে। দাঁত শরীরের যে কোন অঙ্গের মত একটি অর্গান, তাই আমি মনে করি দাঁতকেও সেইভাবে স্বাস্থ্য সেবার পরিকাঠামোতে আনতে হবে এবং এটাই হচ্ছে আমার লেখার মূল কারণ।

সাধারণ ডাক্তার যখন সব চিকিৎসা দিয়ে থাকে, দাঁতের চিকিৎসাও তারা দিতে পারবে বলে আমার বিশ্বাস; যদি তাদের প্রশিক্ষণে সেটা যুক্ত করা হয়। তবে যদি হার্ট বা ব্রেনের মত দাঁতের বিশেষ কোন জটিলতা দেখা দেয় সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের দরকার হতে পারে।

পৃথিবীর সর্বত্রই একটি জিনিষ লক্ষণীয় তা হলো মানুষ জাতি যেমন আছে তেমনি থাকতে পছন্দ করে। পরিবর্তন হতে বা করতে জটিলতার দিকগুলো যেমন চোখে পড়ে কিন্তু সুবিধাগুলো তেমন পড়ে না। দাঁতের চিকিৎসা যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে নাগরিকের একটি আর্থিক বোঝা, তাই আশা করছি এ পরিবর্তনে তাদের একটি ভালো সাড়া পাওয়া যাবে। এখন দেখা যাক এর শেষ কোথায় গিয়ে থামে!

সিলেট সমাচার
সিলেট সমাচার