ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৯৯

সঠিক সময়ে ত্রাণ দেওয়ায় কর্মকর্তারা প্রশংসিত

সিলেট সমাচার

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

এক সপ্তাহের অধিক সময় ধরে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গোয়াইনঘাট উপজেলার সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে। ১৫০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায় ৯০ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। সড়ক পথে উপজেলা সদরের সাথে সম্পূর্ণ যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৯৯টির একাডেমিক ভবন বানের জলে প্লাবিত। ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৫টির একাডেমিক ভবন ছাড়াও বেশকটি কলেজের একাডেমিক ভবনে উঠেছে বন্যার পানি। উপজেলার সিংহভাগ এলাকায় নেই বিদ্যুৎ। ৯০ ভাগ জমির আউশ, আমন ধান ও বীজ তলা পানির নিচে রয়েছে।

দেশের অন্যতম বৃহৎ দুটি পাথর কোয়ারি জাফলং ও বিছনাকান্দি বন্ধ হয়ে পড়ায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বন্যার পানিতে প্লাবিত হয়েছে উপজেলার প্রধান তিনটি সড়ক সালুটিকর-গোয়াইনঘাট, গোয়াইনঘাট-সারিঘাট ও গোয়াইনঘাট-রাধানগর সড়কের পাশাপাশি উপজেলার ৯০ ভাগ গ্রামীণ সড়ক।

প্রধান সড়কের পাশাপাশি গ্রামীণ সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ মাধ্যম রয়েছে সম্পূর্ণ বিছিন্ন। অপর দিকে একাধারে মুশলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুই লক্ষাধিক বন্যার্ত মানুষের খোঁজ, খবর ও ত্রাণ সহায়তা প্রদানে জনপ্রতিনিধিদের আগেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

তিনি বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে উপজেলার সবকয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অর্ধশতাধিক, ইউপি সদস্য, গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও ভান বাসী শতাধিক মানুষের সাথে মোবাইলে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন।

তিনি বানবাসী মানুষের উদ্দেশ্যে বলেছেন- বন্যা পরিস্থিতি সম্পর্কে আতংকিত না হয়ে সুস্থ মস্তিষ্কে মোকাবেলা করার জন্য। তিনি সাফ জানিয়েছেন সরকারের পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী রয়েছে। কোন মানুষ এক বেলা না খেয়ে থাকবেনা। উপজেলার নয়টি ইউনিয়ন ও উপজেলা সদরে অবস্থিত সকল বন্যা আশ্রয় কেন্দ্রগুলি তিনি প্রস্তুত রেখেছেন। বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে প্রশাসনের কর্মকর্তাদের বাব বাসী মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত রেখেছেন। গত দুই দিন থেকে তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলি চষে বেড়িয়েছেন। বান বাসী মানুষের জল খাবারের ব্যবস্থার পাশাপাশি একটু শুকনো খাবার পৌঁছাতে স্থানীয়দের সহায়তায় তহবিল গঠন করেছেন।

গত দুই দিন ধরে ভোর চারটা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে গোয়াইনঘাট উপজেলার বান বাসী মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

গোয়াইনঘাট উপজেলার জনপ্রতিনিধির মধ্যে শুক্রবার সকাল থেকে ত্রাণ সামগ্রী বিতরণে মাঠে ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

জনপ্রতিনিধি না হয়েও বান বাসী মানুষের পাশে শুক্রবার সকাল থেকে ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমূখ।

গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালম বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ফলে বন্যা কবলিত মানুষের পাশে এই মুহুর্তে দাড়ানো সম্ভব হচ্ছেনা। তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের এবং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল দেশে অবস্থান করলেও বন্যা কবলিত মানুষের পাশে এখনও দাড়াতে পারেনি।

প্রশাসনের কর্মকর্তা হয়েও বান বাসী মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধির চেয়ে বেশি সেবা প্রদান করছেন সরকারের পদস্থ কর্মকর্তা।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার