ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮১

শায়েস্তাগঞ্জে রেললাইন ঘেঁষে অবৈধ বাজার, বাড়ছে ঝুঁকি

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন বাজারগুলোর মধ্যে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে দাউদনগর বাজার। শায়েস্তাগঞ্জ পৌরসভাকে দুভাগ করেছে ঢাকা-সিলেট রেলপথ। শায়েস্তাগঞ্জ রেল জংশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ পৌর শহর। তাই রেল লাইনের উভয় পার্শ্বেই রয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।

এ ধারাতেই পৌরসভার প্রাণকেন্দ্রে দাউদনগর বাজারের গোড়াপত্তন হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে ধীরে ধীরে শহরের পরিধিও সম্প্রসারণ করা হয়। এর ফলে শহরের হাট-বাজার, বিপণিবিতান ইত্যাদির সম্প্রসারণ ঘটে। রেললাইন ঘেঁষে গড়ে উঠা দাউদনগর বাজারের আয়তন বৃদ্ধি পেয়ে এখন রেললাইন অবধি ঠেকেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রেললাইনের উপরে অস্থায়ীভাবে বাজার বসে। যা খুবই ঝুঁকিপূর্ণ।

সরজমিনে ঘুরে দেখা যায়, রেললাইনের উপরে বিভিন্ন ধরনের অস্থায়ী সবজির দোকান বসিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। সেখানে সবজি দোকানিরা রেললাইন ঘেঁষে দোকান বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেচা কেনা করছেন। রেলগাড়ি আসার সময় হলে দোকানিরা একপাশে সরে গিয়ে ট্রেন যাওয়ার ব্যবস্থা করে দেন।

এভাবে এই রেললাইন দিয়ে প্রতিদিন ৪ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে আসছে। ট্রেন যাতায়াতের সময় প্রতিবারই ওই দোকানিরা বিপদজনক অবস্থা অতিক্রম করে থাকেন। বিশেষ করে বাজারে আসা বয়স্ক লোকদের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জীবনহানীকর বলে মনে করেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা।

এ বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাজার কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছেন সচেতন মহল। অন্যথায় যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন স্থানীয় লোকজন।

সবজি বিক্রেতা সোহেল মিয়া বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েও এখানে ব্যবসা করছি। তবে বাজার কর্তৃপক্ষ আমাদের জন্য স্থায়ী কোন ব্যবস্থা করলে উপকৃত হব।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মনির হোসেন বলেন, আমি এখানে সম্প্রতি যোগদান করেছি তাও অতিরিক্ত দায়িত্বে। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে রেললাইনের পাশে গড়ে উঠা এ বাজার খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি বিষয়টি দেখছি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিদায়ী মেয়র মো. ছালেক মিয়া বলেন, ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাজারের শেড নির্মাণ করা হয়েছে। তবে ব্যবসায়ী বেশি হওয়ায় সবাইকে শেডের ভিতরে জায়গা দেয়া সম্ভব হয়নি। নতুন পৌর পরিষদ রেল লাইনের পাশে বসা ব্যবসায়ীদের বিষয়ে কোন পদক্ষেপ নিবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার