ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭৮

শান্তি লাগছে জাহানারার

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

ছেলেদের ঐচ্ছিক অনুশীলন চলাকালীন মেয়েদেরও মাঠে ফেরার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) দীর্ঘ বিরতির পর মাঠে নেমেছেন বেশ কয়েকজন নারী ক্রিকেটার। তাদেরই একজন সাবেক অধিনায়ক জাহানারা আলম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম করার পাশাপাশি তিন ওভার বোলিং করেছেন এই পেসার। লম্বা সময় পর মাঠে ফেরার আনন্দে মনে শান্তির হওয়া বয়ে যাচ্ছে তার।

বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অল্প রানআপে তিন ওভার বোলিং করেছেন জাহানারা। বেশিরভাগ বল যেভাবে করতে চেয়েছেন, ঠিক সেভাবেই পেরেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তিনি, ‘আজকে জিমের পাশাপাশি বোলিং করেছি। আপাতত তিন দিনের সূচি দিয়েছে। আজকেও তিন ওভার বোলিং করেছি। এতদিন পর বল, লাইন-লেন্থে কিছুটা সমস্যা তো হবেই। ১৮টা বোলিং করেছি, ১৪টা বল জায়গা মতো করতে পেরেছি, সুইংও পেয়েছি। বাকি বলগুলো ওয়াইড লেন্থে হয়েছে, যেটা আমি চাইনি। আসলে ৫ মাসে একটা ব্রেক তো পড়বেই। সব মিলিয়ে আমি আমার বোলিং দেখে দারুণ সন্তুষ্ট।’

জাহানার সবচেয়ে ভালো লাগছে মাঠে ফিরতে পেরে, ‘শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তি অনুভব করছি। অনেক ভালো লাগছে। অনেকদিন পর বোলিং করলাম, মিরপুরের মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি সত্যিই অসাধারণ। ধন্যবাদ বিসিবিকে।’

মাঠে নামার আগে অবশ্য কিছুটা ভয়েই ছিলেন জাহানারা। ভয় পাওয়ার কারণও আছে। দীর্ঘদিন পর মাঠে ফিরে অনেকেই অস্বস্তিতে পড়েছেন। জাহানারাও তেমন কিছুর আশঙ্কা করেছিলেন। তবে সেই সব সমস্যা না হওয়ায় তৃপ্ত এই পেসার, ‘পত্রিকায় টিভিতে দেখেছি অনেকেই প্রথম দিনে খুব অস্বস্তি ফিল করেছে, বলগুলো ডাবল দেখছে, মাথা ঘুরাচ্ছে, কিন্তু আমার তেমনটা মনে হয়নি। আমি ওদের অবস্থা দেখে ভয় পাচ্ছিলাম, ওদের এই অবস্থা হলে আমাদের কী হবে? আলহামদুল্লিাহ আমার তেমন কিছুই হয়নি।’

দীর্ঘ বিরতি শেষে অনুশীলনে ফিরেছেন পেসার জাহানারা আলমমিরপুরে অনুশীলনে ফেরার আগে শ্যামলী ক্রিকেট একাডেমিতে দুই দিন অনুশীলন করেছিলেন সাবেক এই অধিনায়ক। ভয় কাটাতে ওই দুই দিনের অনুশীলন কাজে দিয়েছে বলে মনে করেন জাহানারা, ‘৫ আগস্ট ঢাকায় ফিরে শ্যামলী একাডেমিতে ক্যাচিংয়ের পাশাপাশি ব্যাটিং অনুশীলন করেছি। শুধুমাত্র প্রথম দিন অনুশীলন করার পর পিঠ, ঘাড় ও কাঁধ অনেক ব্যথা করে। আজকে বোলিং করেছি, কালকে সকালে হয়তো বুঝতে পারবো কতটা ব্যথা হচ্ছে। আসলে আমার সমস্যা না হওয়ার পেছনে জুনের ১৫ তারিখ থেকে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত এক মাসের ট্রেনিং ভূমিকা রেখেছে। ওই সময়ের কষ্টের ফল এখন পাচ্ছি।’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাহানারা ছাড়াও শারমিন সুপ্তা, শামিমা সুলতানা ও নাহিদা আক্তার অনুশীলন করেছেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুন করেছেন অনুশীলন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা। প্রত্যেকের সময় আলাদা করে বেঁধে দেওয়া হয়েছে। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ইনডোরে ব্যাটিং ও ইনডোরের আউটারে বোলিংয়ের জন্যও আলাদা করে রাখা হয়েছে সুনির্দিষ্ট সময়।

সিলেট সমাচার
সিলেট সমাচার