ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৭৮

যেভাবে করোনামুক্ত হলেন ইস্কনের ৩৫ পুরোহিত

সিলেট সমাচার

প্রকাশিত: ১৩ মে ২০২০  

রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দিরে করোনাভাইরাসে আক্রান্ত হন সেখানকার পুরোহিত, সেবায়েত এবং দায়িত্বরত এক পুলিশ সদস্যসহ ৩৬ জন। 

গত ২৪ এপ্রিল করোনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ আসে। আক্রান্তের পর তারা যাননি কোনো হাসপাতালে, নেননি প্রচলিত কোন চিকিৎসাও। কিন্তু এক সপ্তাহের মধ্যে আক্রান্তদের ৩৫ জনেরই রেজাল্ট আসে নেগেটিভ। কিন্তু কিভাবে তারা সুস্থ হলেন? সেই কথাই জানিয়েছেন আক্রান্তরা।

মন্দির সংশ্লিষ্টদের মতে করোনা থেকে সুস্থ হতে তারা রাশিয়ান ও চীনা দুটি চিকিৎসা পদ্ধতি অনুসরণের পাশাপাশি হোমিও চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া সুষম ও পুষ্টিকর খাবার, শরীর ও ধর্মীয় চর্চা, মনোবল চাঙ্গা রাখতে সবসময় হাসিখুশি থাকার পদ্ধতি অনুসরণ করেন। সেইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি আর চিকিৎসকের দেয়া নির্দেশনা অনুযায়ী চলার কারণে তারা আরোগ্য লাভ করেন।

মন্দিরের পুরোহিত ও ইস্কন সদস্য নিন্ময় গদাধর জানান, করোনা চিকিৎসায় তারা একইসঙ্গে রাশিয়ান ও চীনা পদ্ধতি অনুসরণ এবং হোমিও ওষুধ সেবন করে। রাশিয়ান পদ্ধতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ২ চা চামচ হলুদ গুড়া এবং ৩ চা চামচ আদা পেস্ট একসঙ্গে মিশিয়ে ২০ ভাগ করে তার একভাগ ছোট পলিথিনে প্যাকেট পুরে তা বাম পা ও বাম হাতে বেঁধে দিতে হয়। এভাবে ২৪ ঘণ্টা রাখার পর তা ফেলে দিয়ে পুনরায় দিতে হয়। এভাবে ১০ দিন দেন আক্রান্তদের সবাই।

এরসঙ্গে করোনা চিকিৎসায় তারা অনুসরণ করেন চীনা পদ্ধতি। এ পদ্ধতির বর্ণনা দিয়ে তিনি বলেন, পানিতে কাঁচা হলুদ, লবণ, আদা, মধু, গোলমরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, লেবু দিয়ে তারা পান করতেন। সঙ্গে সঙ্গে এই পানি দিয়ে গড়গড়া করতেন সবাই। হলুদ আর মধু ছাড়া এই সবগুলো উপাদান গরম পানিতে সিদ্ধ করে তার ভাপও নিতেন কয়েকবার।

সেইসঙ্গে হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরসেনিক এলাবাম ৩০ নামে একটি ওষুধ খালি পেটে ৩ দিন এবং ৬দিন পর আবারো ৩ দিন সেবন করেছেন সবাই। এভাবেই এক সপ্তাহ পর পুনরায় করোনা টেস্টে ৩৬ জনের মধ্যে ৩৫ জনের ফলাফলই নেগেটিভ আসে। 

তিনি আরো বলেন, অভিজ্ঞতায় দেখেছি চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি পুষ্টিকর খাবার, সেইসঙ্গে ভিটামিন সি এবং ঘণ্টায় ঘণ্টায় গরম পানির ভাপ এবং গরম পানি পানের সঙ্গে শরীর চর্চা বৃদ্ধির পাশাপাশি মানসিক শক্তি বৃদ্ধির জন্য ধর্মী চর্চা বৃদ্ধি করলে করোনায় উন্নতি ঘটে। 

ইস্কন মন্দিরে আক্রান্ত ৩৬ জনের মধ্যে একজন ছিলেন পুলিশ সদস্য। উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায় নামে ওই পুলিশ সদস্যও মন্দিরে থেকেই চিকিৎসা নেন। অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমরা সবাই এক ঘণ্টা পর পর গরম পানির ভাপ নিতাম। সঙ্গে লেবু, মাল্টাসহ পুষ্টিকর খাবার গ্রহণ করতাম। এছাড়া আমরা সবাই সবার প্রতি ছিলাম সহানুভূতিশীল। যারা বেশি অসুস্থ ছিল তাদেরকে আনন্দ ফুর্তির মধ্যে রেখে আমরা মনোবল চাঙ্গা করতাম। 

ইস্কন মন্দিরে করোনায় আক্রান্তদের জন্য হোমিও ওষুধ প্রেসক্রাইব করেন ডা. বিপুল চৌধুরী। তিনি জানান, ইস্কন মন্দিরের বিদ্যাসেবা বিভাগের প্রধান নন্দগোপাল ব্রক্ষ্মচারি তাকে জানান মন্দিরের বেশ কয়েকজন অসুস্থবোধ করছে। পরে লক্ষণ দেখে তাদের জন্য আমি ওষুধ দেই। পাশাপাশি তাদের জন্য কিছু স্বাস্থ্য নির্দেশনাও দেয়া হয়। এক সপ্তাহ পর তাদের সবার পুনরায় করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে। তিনি জানান, মন্দিরের আরো কয়েকজন করোনায় আক্রান্ত আছে। আশা করি তারাও সুস্থ হয়ে উঠবেন। 

এদিকে মন্দির বন্ধ থাকার পরও এতো বেশি সংখ্যক ভক্তের একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়ে বিস্মিত মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী জানান, সরকার ঘোষিত লগডাউনের আগেই গত ২২ মার্চ থেকে মন্দিরটি ভেতর থেকে তালাবদ্ধ করে দেয়া হয়। তখন থেকেই মন্দিরটির ভেতরে অবস্থানরত আবাসিক ভক্তদের বাইরে যাওয়া এবং বহিরাগত দর্শনার্থীদের ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। তারপরও কিভাবে আবাসিক ভক্তদের মাঝে করোনাভাইরাস ছড়ালো তা আমাদেরও অজানা। 

তবে করোনাভাইরাসে আক্রান্তের পর পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন তিনি। বিশেষ করে ওয়ারী বিভাগের ডিসি, এসি ও গেন্ডারিয়া থানার ওসির কথা উল্লেখ করে মন্দিরের অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী বলেন, ওনারা নিয়মিত আমাদের খোঁজখবর নিয়েছেন। খাবার পাঠিয়েছেন, কিছু লাগবে কিনা এর খোঁজ নিয়ে আমাদের সাহস যুগিয়েছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞ।

সিলেট সমাচার
সিলেট সমাচার