ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৯২

মেজরটিলায় সড়কের পাশে ময়লার ভাগাড়!

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

 


সিলেট নগরীর পার্শ্ববর্তী ইউনিয়ন খাদিমপাড়া। সিলেট-তামাবিল মহাসড়কের দু’দিকের এলাকা নিয়ে এই ইউনিয়নের অবস্থান। সড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ এই এলাকায় প্রতিদিনকার ময়লা আবর্জনার গন্ধে পর্যটকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে হয় নাক চেপে ধরে।

সিলেট সরকারি কলেজ থেকে শুরু সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের শ্যামলী আবাসিক এলাকার ১নং রোডের সামনে বর্জ্য ফেলা হয়। এর বিপরীতে বাংলাদেশ বেতারের স্টাফ কোয়ার্টারের সামনে সিলেট তামাবিল সড়কের পাশে ফেলা হচ্ছে বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, বর্জ্যগুলো প্রতিদিন সকালে স্থানীয় সুইপাররা ফেলে যায়। বেতারের কর্মকর্তাদের বাঁধার মুখে কিছু দিন বর্জ্য ফেলা বন্ধ হলেও পুনরায় শুরু হয়েছে। মেজরটিলা ইসলামপুর বাজারের প্রতিদিন উৎপাদিত বর্জ্য রাস্তার পাশে ফেলা হয়ে থাকে বলে স্থানীয়রা জানান।

দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দেয়াল ঘেঁষেও বর্জ্যরে স্তুপ লক্ষ্য করা যায়। আল আমিন জামেয়ার পাশে প্যারাগন প্রপার্টিজের বিপরীতেও দীর্ঘ এলাকা জুড়ে রয়েছে বর্জ্যরে স্তূপ। প্রতিদিন স্থানীয় বাসিন্দারা লোক দিয়ে এসব স্থানে বর্জ্য ফেলে রেখে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ বলেন, ইউনিয়ন পরিষদের ক্ষমতা কতটুকু তা সবার জানা। বর্জ্য ব্যবস্থাপনার কোন বরাদ্দ বা জনবল কিংবা নির্ধারিত স্থান ইউনিয়ন পরিষদের নেই। চেয়ারম্যান বলেন, সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড খাদিমপাড়া ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা।
এই ওয়ার্ডে এমসি কলেজের পাশে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান রয়েছে, আমরা সেই ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলাপ আলোচনা করে ময়লা আবর্জনা সেখানে এনে ফেলার উদ্যোগ নেয়া যায় কিনা তা নিয়ে ভাবছি। এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান অ্যাডভোকেট আফছর আহমদ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আন্তরিক হলে এ সমস্যা দূরীকরণ সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। 

সিলেট সমাচার
সিলেট সমাচার