ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০০০

#মি টু: প্রতিবাদের কণ্ঠ হোক আরো জোরালো

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

হ্যাশট্যাগ মি টু আন্দোলনের ঢেউ তরঙ্গ তুলেছে পৃথিবীব্যাপী। সে তরঙ্গ লেগেছে বাংলাদেশেও। ‘মি টু’ মানে ‘আমিও’। আমিও শিকার হয়েছি যৌন নিগ্রহের ।

যৌন নিগ্রহের শিকার তো এদেশের মেয়েরা জীবনের কোনো না কোনো পর্যায়ে হয়ই। কখনো বড় ধরনের, কখনো ছোট। কিন্তু বলতে পারে না। বললে উল্টো সমাজ মেয়েদেরই দোষারোপ করে। ‘তোর চালচলন খারাপ, তোর ওঠা বসা খারাপ, তোর গায়ে ওড়না থাকে না ইত্যাদি ইত্যাদি’। যে মেয়েটির ওড়না পরার বয়স হয়নি সে যখন যৌন নিগ্রহের শিকার হয় তখন তাকে কি বলে অভিযুক্ত করা হবে? তখন দোষ পড়ে তার মায়ের ওপর।

১৯৯৭ সালে সমাজকর্মী তারানা বার্ক ১৩ বছর বয়সী এক কিশোরীর মুখে তার ওপর যৌন নির্যাতনের অভিজ্ঞতার কথা শুনেছিলেন। তখনই তার বুকের মাঝে জন্ম নিয়েছিল মি টু। পরে যৗন হেনস্থর বিরুদ্ধে তার আন্দোলনের নামও তিনি রাখেন ‘মি টু’ মানে আমিও যৌন হেনস্থার শিকার। ২০০৬ সালে কালো মানুষ বার্ক যখন এ আন্দোলন গড়ে তোলেন তখন বিশিষ্ট শ্বেতাঙ্গ নারীবাদীরা তেমন পাত্তা দেয়নি। তাদের কোনো সমর্থনই পাননি তিনি তখন। অভিনেত্রী আলিসা মিলানো যৌন হয়রানির বিরুদ্ধে গত আক্টোবরে মি টু শব্দ দুটি সোস্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করলে দাবানলের মতো তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। অভিযোগ ওঠে হলিউডের বিখ্যাত সিনেমা প্রযোজক হারভে ওয়েনস্টেইন বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির। মি টু আন্দোলন যখন শুরু হয়েছিল তখন ইটালির অভিনেত্রী আসিয়া আর্জেন্টো ছিলেন এর সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরগুলির একটি। তিনি অভিযোগ করেছিলেন ২১ বছর বয়সে যখন কান ফেস্টিভ্যালে যান তখন হারভে ওয়েনস্টেইন তাকে একটি হোটেল কক্ষে ধর্ষণ করেন। কিন্তু এই অভিযোগের পর পরই অভিনেতা ও রক সঙ্গীত তারকা জিনে বেনেট আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওই ঘটনা ঘটেছিল ক্যালিফোর্নিয়ার এক হোটেলে। তখন আসিয়ার বয়স ৩৭ আর বেনিটের সামান্য বেশি। ক্যালিফোর্নিয়ার স্থানীয় আইন অনুযায়ী যৌনকর্মে সম্মতির ন্যূনতম বয়স ১৮। খবরে প্রকাশ জিনে বেনেট আসিয়ার বিরুদ্ধে আনইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিলে অভিযোগ না করার শর্তে আর্জেন্টো তাকে ৩ লাখ ৮০ হাজার ডলার দিয়েছিলেন। জিনে বেনেট ও আসিয়া আর্জেন্টো ২০০৪ সালে ‘দ্য হার্ট ইজ ডিসিটফুল এবাভ অল থিংস’ নামে একটি ছবিতে কাজ করেন। ছবিতি আসিয়া অভিনয় করেছিলেন বেনেটের মায়ের চরিত্রে। কিন্তু অভিযোগ ঠিকই প্রকাশিত হয়েছে। আর নারীর মতো পুরুষেরাও যৌন হেনস্থার শিকার হওয়ারও অনেক ঘটনা রয়েছে।

মেয়েরা অফিসে আদালতে ক্ষেতে খামারে গুদামে ইটভাটিতে কোথায় না যৌন হয়রানির শিকার হয়! নিয়োগকর্তা কাজ থেকে ছাড়িয়ে দেবার হুমকি দিয়ে সুযোগ নেন। খেটে খাওয়া প্রান্তিক নারীরা সহজেই মালিকের লালসার শিকার হন। গৃহকর্মী যৌন হেনস্থার শিকার হন তার গৃহকর্তা বা তার পুত্র কিংবা আত্মীয় স্বজনের দ্বারা। আর সেটা যখন ধরা পড়ে তখন গৃহিণীরা ওই মেয়েটিকেই দোষারোপ করে কাজ থেকে ছাড়িয়ে দেয়। তাই কাজ হারানোর ভয়ে অনেকে মুখও খোলে না। এধরনের অভিযোগের শতকরা ৭৫ ভাগই নথিভুক্ত হয় না। প্রমোশন ইনক্রিমেন্ট বরখাস্ত এমন নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে প্যাঁচে ফেলা হয় মেয়েদের। তারা মানতে বাধ্য হয়। কারণ অনেকের ওপরেই থাকে সংসারের বোঝা, ভাই বোন অসুস্থ মা বাবা। চাকরি চলে গেলে কী করবে সে। আর একটা চাকরি পেতে গেলে সেখানেও তো একই প্রস্তাব আসবে।

মিডিয়া জগতে এটা ঘটে অহরহ। অভিনেত্রী বা নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে মেয়েদের ডাকা হয়। তারপর আসে সেই প্রস্তাব। যারা রাজি হয় তারা কাজ পায়, যারা হয় না তারা কাজ কমই পায়। একই ঘটনা ঘটে সাংবাদিকতার ক্ষেত্রেও।

হ্যাশট্যাগ মি টু আন্দোলনে ব্যাপক সাড়া পড়েছে ভারতে। এক সময়ের নামকরা সংবাদপত্র সম্পাদক বর্তমান মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে উপর্যুপরি যৌন হেনস্থার অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী সাংবাদিক। তার বিরুদ্ধে আগ্রাসী আচরণ থেকে শুরু করে যৌন নিপীড়ন পর্যন্ত কোন অভিযোগই বাদ যায়নি। তিনি অবশ্য বরাবরই জোরালো গলায় অভিযোগ অস্বীকার করেছেন। একজনের বিরুদ্ধে মামলাও করেছেন। তারপর আকস্মিকভাবে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন। বলা চলে মি টু আন্দোলনের প্রথম বলি হলেন তিনি। বলিউডের অভিনেতী তনুশ্রী দত্ত নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তিনি নানা পাটেকরের বিরুদ্ধে পুলিশের কাছে মামলাও দিয়েছেন। একজন সহকারি পরিচালক সাক্ষী হিসেবে এগিয়েও এসেছে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও একজন প্রথম শ্রেণির পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। অভিনেত্রী পূজা ভাট ও একাভালি খান্না সোচ্চার হয়েছেন।

বাংলাদেশেও এখন মি টুর অভিযোগ উঠছে শিল্পপতি, শিক্ষক, সাংবাদিক, আবৃত্তিকার, প্রয়াত নাট্যকারসহ নানা পেশার মানুষের বিরুদ্ধে। সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে নাট্যাচার্য্য সেলিম আল দীনের বিরুদ্ধে। মুশফিকা লাইজু নাটক ও নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের ১১জনের মধ্যে সপ্রতিভ চটপটে একজন ছাত্রী ছিলেন। তিনি অভিযোগ করেছেন, সেলিম আল দীন প্রায়ই তার প্রশংসা করতেন। একদিন তার বাড়িতে গিয়ে ইলিয়াড ও ওডেসি বইদুটো আনতে বললে তিনি তার প্রেমিক মুন্নাসহ গিয়ে মুন্নাকে রাস্তায় দাড় করিয়ে নিজে ওনার বাসায় যান। উনি বাসা খোলার পর বাসাটি নির্জন মনে হয়। এরপর দু চার কথা বলার পর সেলিম আল দীন জোর করে তাকে চুমু খেয়ে তার ওভারকোটের বোতাম খুলতে চেষ্টা করেন। এক পর্যায়ে ভেজানো দরজা দিয়ে ছুটে বেরিয়ে মেয়েটি প্রেমিকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর সেলিম আল দীনকে ক্ষমা চাইতে বললে তিনি ক্ষমা তো চানই না, বরং প্রতিটি পরীক্ষায় তাকে ১০ এ ০ দিতে থাকেন। এক পর্যায়ে হতাশায় বিষণœতায় মেয়েটি লেখাপড়া ছেড়ে চলে যান। কিন্তু এ যন্ত্রণা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খেত। এখন ৩১ বছর পর প্লাটফর্ম পেয়ে তিনি অভিযোগটি উত্থাপন করেছেন । তবে সেলিম আল দীন সাহেব এখন আর জীবিত নেই।

গত ২৯ অক্টোবর বাংলাদেশের রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ তোলেন আয়ারল্যান্ড প্রবাসী মডেল অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তি। এরপরের অভিযোগটি উঠেছে ডিবিসি টেলিভিশনের সাংবাদিক প্রণব সাহার বিরুদ্ধে। অভিযোগকারী তার এক সময়ের সহকর্মি সুপ্রীতি ধরের মেয়ে শুচিস্মিতা সীমন্তি। তিনি অভিযোগ করেছেন, ১১ বছর আগে যখন তার বয়স ১৬ বছর তখন প্রণব সাহা তার শরীরে বহুবার আপত্তিকর স্পর্শ করেছেন। সে বেদনা তিনি দীর্ঘদিন ধরে বহন করছেন। তিনি এখন নেদারল্যান্ডসে থাকেন। প্রণব সাহার অফিসে-ই মেইল দিয়ে একটা লিখিত অভিযোগও করেছেন। কয়েকজন নারী অধিকার কর্মী প্রণব সাহার অফিসে গিয়ে বৈঠকও করে এসেছেন। সংবাদ পাঠক ও মিডিয়া ব্যক্তিত্ব জামিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সিপিডির পাবলিকেশন্স অ্যাসোসিয়েট আসমাউল হোসনা।

তিনি অভিযোগ করেন- শিল্পকলা থেকে দুজন হেঁটে যাবার পথে দুদকের পাশে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে জামিল প্রথমে তাকে জোর করে চুমু খায়। তারপর বাজেভাবে জাপটে ধরে। তিনি তাকে ধাক্কা দিয়ে কোনক্রমে আত্মরক্ষা করেন। ডেইলি স্টারের কূট নৈতিক প্রতিবেদক রেজাউল করিম লোটাসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী তার একসময়ের সহকর্মী আলফা আরজু। তিনি অভিযোগ করছেন, একদিন অফিস থেকে লোটাসের গাড়িতে যাবার সময় লোটাস তার গায়ে আপত্তিকরভাবে হাত দেন। এ ব্যাপারে ডেইলি স্টার একটা তদন্ত কমিটি করেছে। লোটাস কিছু বলতে রাজি হননি। তবে তার স্ত্রী বলেছেন, আরজুর সাথে তাদের পারিবারিক সম্পর্ক আছে। তিনি বিভিন্ন সময় তার স্বামীকে শুভকামনাও জানান। এমন ঘটনা যদি ঘটে থাকে কেন তিনি তাকে শুভকামরা জানান? পাঠক সমাবেশের পরিচালক শহীদুল ইসলাম বিজুর বিরুদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ তোলেন ট্রান্সজেন্ডার তাসনুভা আনান শিশির। আবৃতি সংগঠন সংবৃতার সপ্তম কর্মশালায় প্রথম স্থান অধিকার করা জাকিয়া তার সাবেক শিক্ষক মাহিদুলের বিরুদ্ধে ফেসবুকে লিখেছেন, টিএসসিতে একটি কক্ষে অনুশীলনের সময় মাহিদুল তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। কিন্তু আরেক সহকর্মীর আকস্মিক উপস্থিতিতে তিনি তা করতে পারেননি।

রফিকুল ইসলাম, প্রণব সাহা, শহীদুল ইসলাম বিজু, মাহিদুল তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। জামিল সাহেবের বক্তব্য পাওয়া যায়নি। সেলিম আল দীনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হবার পর তার কিছু ভক্ত প্রতিবাদ করেছেন। লাইজুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যও করেছেন। তাদের প্রশ্ন ৩১ বছর পর কেন? সব কটি অভিযোগই তো অনেক বছর পরে করা। কারণ অনেক বছর পরে বলবার সামান্যতম হলেও সুযোগ মেয়েরা পেয়েছে। তাতেও তো পুরুষেরা তাদের দোষ ধরতে ছাড়ছে না।

পশ্চিমে যখন কোন হয়, এদেশে সে আন্দোলনের ঢেউ এসে লাগে। দু’চারদিন চলে । একসময় স্তিমিত হয়। অন্দোলনকারীরা নিন্দিত সমালোচিত হয়। খারাপ মেয়ে খারাপ ছেলে হিসেবি চিহ্নিত হয় সমাজে সংসারে। বিশেষ করে যখন কোনো হেভিয়েটের বিরুদ্ধে অভিযোগ ওঠে বেলুন আপসেই যেন চুপসে যায়। তাহলে এ আন্দোলনের ভবিষ্যত কী। যাদের বিরুদ্ধে অভিযোগ হলো সেগুলো কি তদন্ত হবে, বিচার হবে, দোষী হলে শাস্তি পাবে, দোষি না হলে খালাস পাবে, নাকী সকলি গরল ভেল!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। এর দায় ভার পুরোপুরি লেখকের। সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

সিলেট সমাচার
সিলেট সমাচার