ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৮৭

মাঠে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলেন আফ্রিদি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

বৃষ্টিবিঘ্নিত অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। দিবারাত্রির টেস্ট, গোলাপি বল আর বৃষ্টিস্নাত কন্ডিশন—কোনো কিছুই বাঁধা হয়ে উঠতে পারেনি এই ওপেনারের সামনে। পাকিস্তানের পেসারদের অসহায় বানিয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে ফিফটিটা ছুঁয়েছেন আরও চমকপ্রদভাবে। প্রথমবার ব্যাট তোলার মুহূর্তটা এসেছে এক ছক্কার সুবাদে। আর এ মুহূর্তই খেপিয়ে দিয়েছে ওয়াসিম আকরামকে।

আকরামের ক্ষুব্ধ হওয়ার ব্যাখ্যা ওয়ার্নারের ছক্কাতেই পাওয়া যাবে। দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নার তখন ৪৭ রানে। মোহাম্মদ আব্বাসের বল ফাইন লেগের দিকে ঠেলে দিয়েই ছুটেছেন ওয়ার্নার। ওখানে দায়িত্বে থাকা ফিল্ডার শাহীন শাহ আফ্রিদি যদি প্রস্তুত থাকতেন তবে এক রানের বেশি হয় না। কিন্তু আয়েশি আফ্রিদির অপ্রস্তুত থাকার সুযোগ নিয়ে দুই রান নিয়ে ফেলেছেন ওয়ার্নার। ৪৯ রানে পৌঁছে একটু দম নেবেন বলে ভাবছিলেন ওয়ার্নার। কিন্তু তাঁর আগেই ফিফটি হয়ে গেল! প্রাথমিক আলস্যের দাম চুকাতে তড়িঘড়ি করে জোরে থ্রো করেছিলেন আফ্রিদি। আর সে বল ইয়াসির শাহ ও শান মাসুদের ঠিক মাঝে পড়ে সীমানা পার! আফ্রিদির সুবাদে ৬ রান পেয়ে যান ওয়ার্নার।

পঞ্চাশ পেরিয়ে খুব বেশি উদ্‌যাপন করার আগ্রহ দেখাননি ওয়ার্নার। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার কেরি ও’কিফ এ নিয়ে বলছিলেন, ‘এটা হচ্ছে তাঁর উদ্‌যাপন যে জানে তার কাজ এখনো সে হয়নি। রানিং বিটুইন দ্য উইকেটে সে যে আগ্রাসন দেখিয়েছে, সেটাই ওভার থ্রো করতে বাধ্য করেছে।’

তাঁর ধারাভাষ্যকার সঙ্গী ওয়াসিম আকরাম অবশ্য তখন ব্যস্ত উত্তরসূরিদের সমালোচনায়, ‘শাহীন শাহ আফ্রিদি ফাইন লেগে “লালা ল্যান্ডে” (স্বপ্ন রাজ্যে) ছিল। ইয়াসির শাহ ও শান মাসুদও হয়তো হাই তোলায় ব্যস্ত ছিল। পাকিস্তান ক্রিকেটের সমস্যা এটাই। সবার উচিত বলে চোখ রাখা। কেউ বলটা আটকানোর জায়গায় ছিল না। যত অনভিজ্ঞ হোন না কেন, নতুন ব্যাটসম্যান এলে একজন ফিল্ডারের অবশ্যই সীমানা থেকে পাঁচ-দশ গজ সামনে এসে দাঁড়ানো উচিত, সীমানায় নয়।’

পাকিস্তানের ফিল্ডার ও বোলারদের অমনোযোগী আচরণের সুবিধা পুরোপুরি তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ২১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। দলীয় ৮ রানে বার্নসের বিদায়ের পর আর পাকিস্তানকে কোনো সাফল্য পেতে দেননি ওয়ার্নার (১১৫) ও মারনাস লাবুশেন (৮৪)।

সিলেট সমাচার
সিলেট সমাচার