ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬২১

মসজিদের মিনার ভেঙে পড়ল রাস্তায়, আহত ২

সিলেট সমাচার

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় একটি মসজিদের মিনার ভেঙে রাস্তায় পড়ে দুই পথচারী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে চৌহাট্টা মোড়ে নয়া সড়ক জামে মসজিদ থেকে মিনারটি ভেঙে পড়ে।

এ ঘটনায় কাজীটুলা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মুশতাক আহমদ (২৯)। তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার বাসিন্দা। আরেকজনের নাম শাহ্‌ আলম।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে নয়াসড়ক জামে মসজিদটি পুনর্নির্মাণের জন্য ভাঙার কাজ চলছে। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় সোমবার সকাল থেকে মিনার ভাঙার কাজ শুরু হয়। করপোরেশনের হ্যামার (দেয়াল ভাঙার যন্ত্র) দিয়ে কাজ করা হচ্ছিল। দুর্ঘটনার পর হ্যামার চালক মোশতাক আহমদকে আটক করেছে পুলিশ।

দুপুর ১২টার দিকে মসজিদ মসজিদের মিনারটি রাস্তায় ধসে পড়ে। এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়ক থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ করেন তারা।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালুকদার বলেন, মসজিদের মিনার ভেঙে পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন।

সড়কে থাকা একাধিক বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ তখন বন্ধ করে দেওয়া হয়। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ ও ২ এর কর্মকর্তারা জানান, তারা লাইনের কাজ শুরু করেছেন। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মসজিদের মিনার ভেঙে পড়ার ঘটনাটি হ্যামার চালকের অদক্ষতা কারণে হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার