ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬২

মন্ত্রী ইমরানের প্রচেষ্টায় সরকারি সহায়তা পেল ৩৭ হাজার পরিবার

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

 


বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। মরণব্যাদি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি লাভের আশায় গৃহবন্দী হয়ে পড়েছেন সারা পৃথিবীর মানুষ। ইতোমধ্যে করোনার বিরূপ প্রভাব বাংলাদেশের প্রত্যন্তঅঞ্চলে ছড়িয়ে পড়ছে। সিলেট জেলার আওতাভুক্ত উপজেলা হিসেবে গোয়াইনঘাটকেও পুরোপুরি লকডাউন করা হয়েছে। ফলে গোয়াইনঘাট উপজেলার অসহায় গরীব ও দুস্থ পরিবারের পাশাপাশি নানা শ্রেনী পেশার মানুষের পরিবারেও সাময়িক ভাবে নানা খাদ্য দ্রব্যাদি ও তরিতরকারির প্রয়োজন পড়ে। উপজেলার কর্মক্ষম মানুষ জনেরা দীর্ঘদিন ধরে খেটে খাওয়া, কর্মজীবী ও শ্রমজীবি মানুষেরা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় তাদের অধিকাংশ পারিবারে সাময়িক সৃষ্ট হয় খাদ্য সহায়তায় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি গৃহবন্দী অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ১৪৩ মেট্রিকটন ভিজিএফচাল বরাদ্দ করেন। এবং উপজেলার ১০ টি ইউনিয়নের ১৪ হাজার ৩০০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে বিতরণের নির্দেশনা প্রদান করেন। অপর দিকে প্রবাসীমন্ত্রী ইমরান আহমদের আহবানে গোয়াইনঘাটে গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও ধনাঢ্য ব্যক্তিবর্গরা। ওইসব রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ধনাঢ্য ব্যক্তিদের পক্ষ থেকে ৭ হাজার পরিবারকে খাদ্যা সহায়তা প্রদান করা হয়েছে। সরকারি ভাবে গোয়াইনঘাট উপজেলায় ৫ লাখ ৯৬ হাজার টাকায় শুকনো খাবার ও প্রয়োজনে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক এম,কাজী এমদাদুল ইসলামের নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার স্ব-শরীরে উপস্থিত হয়ে উপজেলায় ৬ শতাধিক শিশুদের মাঝে লক্ষাধিক টাকার শিশু খাদ্য সহায়তা করেছেন। এছাড়াও জাতির সূর্য সন্তান ৭১১জন বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সম্মানী দ্রুত প্রদানের ব্যবস্তা করে ১ হাজার ৬০০টি পরিবারে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৬৫টি জন লোকের মধ্যে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। ৬ হাজার ৭ শতাধিক বয়স্ক মানুষ জনের পাশাপাশি ২ হাজার ৫৭৬ জন বিধবা মহিলা ও ৩ হাজার ৬৭ জন প্রতিবন্ধী এবং ১ হাজার ৫ শতাধিক মহিলার মাঝে মাতৃত্বকালীন ভাতা প্রদানের প্রস্তুতি চলছে। অপর দিকে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার ত্রান সহয়তা তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে সরেজমিনে উপস্থিত থেকে গৃহবন্দী অসহায় ও দুস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন পাশাপাশি এএসপি ফরিদ উদ্দিন পিপিএম তার প্রতিনিধি দলের মাধ্যমে কয়েক দফায় উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরো ৪ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেন।

মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশে গোয়াইনঘাট উপজেলা গৃহবন্দী অসহায় মানুষের দাড়িঁয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম,ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়,সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, এস কামরুল হাসান আমিরুল, মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, মাহবুব আহমদ, খালেদ আহমদ,আমিনুর রহমান চৌধুরী, আবুল খয়ের,সরকারি প্রতিটি বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা - বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমানসহ গোয়াইনঘাটে কর্মরত গনমাধ্যমকর্মীবৃন্দ,বিভিন্ন ব্যাবসায়ী সংগঠন, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মী।

সিলেট সমাচার
সিলেট সমাচার