ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৭৯

ভূগোল দ্বিতীয় পত্র

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

 

সৃজনশীল প্রশ্ন  নমুনা প্রশ্ন মান ৭০

১।        ভূগোলে এমন একটি শাখা আছে, যেখানে মানুষ ও স্থান সম্পর্কিত বিষয় বিশ্লেষণ করা হয়। মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, শিল্প, বাণিজ্য, পরিবহনসহ পরিবেশও এতে আলোচিত হয়।

ক)        বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থান অধিকারী দেশের নাম কী?

খ)        বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো।

গ)        উদ্দীপকে উল্লিখিত ভূগোলের পরিধি আলোচনা করো।

ঘ)        ওই ভূগোল পাঠ কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে মতামত দাও।

 

২।         রহমত সাহেব শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের  বললেন, অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%। স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার যথাক্রমে ১৮.৭ জন ও ৫.১ জন (প্রতি হাজারে)। তিনি আরো বললেন, Waren Thompson-এর মডেল অনুসারে এই তথ্যগুলো খুব সহজেই বিশ্লেষণ করা যায়।

ক)        জনমিতি কী?

খ)        কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?

গ)        উদ্দীপকে উল্লিখিত মডেলের দ্বিতীয় পর্যায়টি ব্যাখ্যা করো।

ঘ)        ওই মডেল অনুসারে  বাংলাদেশের  অবস্থান বিশ্লেষণ করো।

 

৩। চিত্র দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :

ক)        নগরপুঞ্জ কী?

খ)        শিল্পাঞ্চলে কোন ধরনের বসতি গড়ে ওঠে? ব্যাখ্যা করো।

গ)        চিত্রে উল্লিখিত ‘খ’ স্থানের বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

ঘ)        চিত্রে ‘ক’ ও ‘খ’ স্থানের বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো।

 

৪।        রাসু একজন কৃষক। সে যে ফসল উৎপাদন করে তা তার পরিবারেই ব্যবহার করা হয়। কিন্তু সে দেখল, তার ভাই উৎপাদিত ফসলের পুরোটাই বিক্রি করে।

খ)        ধানের বৈজ্ঞানিক নাম কী?

খ)        চা চাষের জন্য ঢালু ভূমির প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

গ)        উদ্দীপকে রাসুর উৎপাদিত ফসল বাংলাদেশের খাদ্যের চাহিদা মেটাতে কী ধরনের ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

ঘ)        বাংলাদেশের প্রেক্ষাপটে উল্লিখিত ব্যক্তির ভাইয়ের উৎপাদিত ফসলের সার্বিক অবস্থা  বিশ্লেষণ করো।

 

৫।        বাংলাদেশ  খনিজসম্পদে তেমন সমৃদ্ধ নয়। প্রাকৃতিক গ্যাস  ও কয়লা ব্যতীত তেমন কোনো খনিজসম্পদ নেই। তবে এগুলো উত্তোলন ও ব্যবহার এ দেশের অর্থনীতিকে সম্ভাবনাময় করে তুলছে।

ক)        গ্রাফাইট কী?

খ)        তরল সোনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ)  উদ্দীপকে উল্লিখিত খনিজসম্পদ দুটির ব্যবহার আলোচনা করো।

ঘ)        বাংলাদেশের অর্থনীতিতে উক্ত খনিজ সম্পদগুলোর প্রভাব বিশ্লেষণ করো।

 

৬। চিত্র দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :

ক)        মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

খ)        বন্দরের উন্নতিতে পশ্চাদভূমির ভূমিকা ব্যাখ্যা করো।

গ)        চিত্রে ‘ক’ চিহ্নিত স্থানের বন্দরটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

ঘ)        আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে ‘খ’ চিহ্নিত বন্দরটির তাৎপর্য বিশ্লেষণ করো।

 

৭।        রাহাত সাহেব স্বাধীনতার পর তৎকালীন সর্বোচ্চ বৈদেশিক  মুদ্রা অর্জনকারী একটি কৃষিজাত পণ্য রপ্তানি করতেন। কৃষিজাত পণ্যটির রপ্তানি হ্রাস পাওয়ায় বর্তমানে তিনি সর্বোচ্চ রপ্তানিকারক শিল্পজাত পণ্য রপ্তানি করছেন।

ক)        আকরিক লৌহ কী?

খ)        বাংলাদেশে পোশাক শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ)        উদ্দীপকে উল্লিখিত কৃষিজাত পণ্যটির অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো।

ঘ)        উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির  রপ্তানি পণ্য পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।

 

৮। চিত্র দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :

ক)        CFC এর পূর্ণ রূপ কী?

খ)        গ্রিন হাউস প্রভাবের ফলে কিভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে?

গ)        চিত্রে  উল্লিখিত চক্রটির দুটি গুরুত্বপূর্ণ পর্যায় ব্যাখ্যা করো।

ঘ)        বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উক্ত চক্রটি বাস্তবায়নের সমস্যাগুলো বিশ্লেষণ করো।

 

 সৃজনশীল জ্ঞানমূলক (ক) প্রশ্নের উত্তর

 

১। ক) বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থান অধিকারী দেশের নাম কী?

উত্তর : চীন।

২। ক) জনমিতি কী?

উত্তর : জনমিতি হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞান।

 

৩। ক) নগরপুঞ্জ কী?

উত্তর : পাশাপাশি দুটি মহানগরী আয়তনে ক্রমে বৃদ্ধি পেয়ে পরস্পর যুক্ত হলে তাকে নগরপুঞ্জ বলে।

 

৪। ক) ধানের বৈজ্ঞানিক নাম কী?

 উত্তর : Oryza Sativa.

 

৫। ক) গ্রাফাইট কি?

উত্তর : গ্রাফাইট হলো ধূসর বর্ণের অধাতব খনিজ পদার্থ।

 

৬। ক) মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : পশুর।

 

৭। ক) আকরিক লৌহ কী?

উত্তর : ভূগর্ভে লৌহ অন্যান্য ধাতুর (সিসা, তামা, অ্যালুমিনিয়াম) সঙ্গে মিশ্রিত অবস্থায় সঞ্চিত রয়েছে। এ ধরনের মিশ্রণকে আকরিক লৌহ বলে।

 

৮। ক) CFC এর পূর্ণ রূপ কী?

উত্তর : Chlorofluorocarbon

সিলেট সমাচার
সিলেট সমাচার