ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১২৪

ব্লুমবার্গের প্রতিবেদন: কুয়েত কেন অভিবাসীর সংখ্যা কমাতে চায়?

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ জুন ২০২০  

বিশ্বে অভিবাসী শ্রমিকনির্ভর দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। ৪৮ লাখ জনসংখ্যার দেশটিতে ৩৪ লাখই হচ্ছেন অভিবাসী। কুয়েতের তেলনির্ভর অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অভিবাসী শ্রমিকরা। তবে হঠাৎই তাদের জন্য এসেছে দুঃসংবাদ। অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার ৩০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

গত বুধবার কুয়েতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ বলেছেন, দেশে ভারসাম্য আনার প্রক্রিয়া শুরু করছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে অভিবাসী ইস্যু অনেক পুরনো বিষয়। কুয়েতের আইনপ্রণেতারা সম্প্রতি অভিবাসী শ্রমিক কমানোর জন্য সরকারের ওপর চাপ দিচ্ছিলেন। কোটা ব্যবস্থা চালুর পাশাপাশি সরকারি চাকরিতে কর্মরত অভিবাসীদের কুয়েতিদের দিয়ে প্রতিস্থাপনেরও দাবি তুলেছেন তারা। এমনটি হলে চাকরি হারাবেন অন্তত এক লাখ অভিবাসী।

তবে সমালোচকদের মত, কুয়েতিদের দিয়ে অভিবাসী সরকারি চাকুরেদের প্রতিস্থাপন কঠিনই হবে। এর ফলে মোট চাহিদাও ব্যাপক হারে কমে যেতে পারে।

জাতিসংঘের হিসাবে, উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি সচল রাখায় বড় ভূমিকা রয়েছে অভিবাসীদের। জার্মানির পাশাপাশি সৌদি আরব হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অভিবাসী-আবাসস্থল। গত বছর ফ্রান্স-কানাডার চেয়েও বেশি অভিবাসী গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। কুয়েতে অন্তত সাড়ে ছয় লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন যারা গৃহস্থালীর কাজে নিযুক্ত। মূলত ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে গিয়েছেন এসব শ্রমিক।

অর্থনৈতিক সংকট
করোনাভাইরাস মহামারি ও তেলের ভয়াবহ দরপতনে সৃষ্ট সংকট কাটাতে উপসাগরীয় দেশগুলো কোটি কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে। তবে এর উপকারভোগী মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই, সরাসরি কর্মীরা নন।

এ অঞ্চলের সবচেয়ে কম প্রণোদনা দেয়া দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। ন্যাশনাল ব্যাংক অব কুয়েতের ধারণা, চলতি আর্থিক বছরে দেশটির বাজেটে ঘাটতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশে পৌঁছাতে পারে, যা ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ-পরবর্তী সময়ে সর্বোচ্চ।

উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশই ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ঘাটতির আশঙ্কা করছে, ফলে বাড়ছে ঋণের বোঝা, সংকুচিত হচ্ছে রিজার্ভের পরিমাণ। এতে অনেকটা বাধ্য হয়েই কঠোর পথে যেতে হচ্ছে তাদের।

ভোটার ইস্যু
কুয়েতে অভিবাসী কমানোর সিদ্ধান্তের কারণ শুধু অর্থনৈতিক সংকটই নয়, রয়েছে রাজনৈতিক প্রভাবও। চলতি বছরের শেষের দিকেই কুয়েতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক কুয়েতির কাছেই অভিবাসী-বিরোধিতা বেশ প্রিয়, বিশেষ করে যখন আকর্ষণীয় সরকারি চাকরির প্রসঙ্গ আসে তখন।

দেশটি অনেক আগে থেকেই সরকারি খাতে অভিবাসীদের প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করেছিল, করোনা সংকটে এর গতি বৃদ্ধি পেয়েছে শুধু। ২০১৯ সালের শেষে মাত্র ১৯ শতাংশ কুয়েতি কর্মী বেসরকারি চাকরিতে ছিলেন।

এছাড়া, কুয়েতে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রেও রয়েছেন অভিবাসীরা। তাদের জনবহুল বাসস্থানগুলোতে সবচেয়ে বেশি ছড়িয়েছে এই ভাইরাস। করোনা মহামারির কারণে ২৪ ঘণ্টার কারফিউ দিয়েছিল কুয়েত সরকার। গত রোববার এ নিষেধাজ্ঞা তুলে নিলেও বেশ কিছু এলাকা এখনও রয়েছে কড়া সতর্কতায়।

এদিকে, গত বুধবার কুয়েতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা ২২৪টি প্রতিষ্ঠান চিহ্নিত করেছেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি প্রবেশ ও তাদের চাকরি জোগাড়ে সহায়তার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার