ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০৩৮

বেগম জিয়া নয়, অসুস্থ বিএনপির রাজনীতি, মানছেন বিশ্লেষকরা!

সিলেট সমাচার

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

 


দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে নতুন করে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি। জানা গেছে, আইনি লড়াইয়ে পরাজিত হয়ে বেগম জিয়াকে মুক্ত করতে শারীরিক অসুস্থতা নিয়ে ইস্যু তৈরি করে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে দলটির হাইকমান্ড।


এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া এবং বিনা শর্তে জামিন লাভের জন্য বিচার বিভাগের উপর অদৃশ্য চাপ সৃষ্টি করতে বেগম জিয়াকে অসুস্থ ও পঙ্গু রোগী বানানোর অপচেষ্টা করছে দলটি। বেগম জিয়াকে মুক্ত করতে মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি। সেই হিসেবে বেগম জিয়া নয় অসুস্থ মনে হচ্ছে বিএনপির রাজনীতি। দেশের প্রচলিত আইনের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপির এই অপচেষ্টায় জনগণ সায় দিবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নতুন মিথ্যাচার ও হুমকির বিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বলেন, বয়সের ভারে বেগম জিয়া কাবু হয়ে পড়েছেন। হাঁটু ও কোমর ব্যথা বেগম জিয়ার পুরনো অসুখ। এছাড়া ডায়াবেটিস ও আথ্রাইটিসের সমস্যাও তার অনেক পুরাতন বলেও সকলেই জানি। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের সহায়তাও করেন না বলেও সকলেই জানে।


তিনি আরো বলেন, আমার মনে হয়-রাজনৈতিক ইস্যু তৈরি করতে বেগম জিয়া ও বিএনপির অসুস্থতার বিষয়টি নিয়ে চক্রান্ত করছে। দেশি ও আন্তর্জাতিক মহলের সহমর্মিতা এবং সহযোগিতা আদায় করতে জেনেশুনে অসুস্থতার ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি। কারণ বেগম জিয়াকে মুক্ত করতে রাজপথের আন্দোলন গড়ে তোলার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। যার কারণে বেগম জিয়াকে অসুস্থ দেখিয়ে মুক্তি আদায় করতে চায় দলটি এবং তাদের এই প্রক্রিয়ায় বেগম জিয়াও সায় দিচ্ছেন বলেও মনে হচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না বলেই মনে করছে দেশবাসী।


এই বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন,”একটি কথা উল্লেখ করতে চাই যা আগে বলতে চাইনি। কিন্তু প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হচ্ছে যে বিষয়টি পরিস্কার করা দরকার। আমাদের হাসপাতালের অফিস সময় দু’টা পর্যন্ত। প্রায় সময়ই তিনি (খালেদা জিয়া) অনুমতি দেন দেড়টার পর। নির্ধারিত সময়ে তাঁর দেখা পাওয়া যায় না। এমনকি অনেকবার চিকিৎসক সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করে ফিরে এসেছেন।”


ব্রিগ্রেডিয়ার হক আরও অভিযোগ করেন, খালেদা জিয়ার আর্থরাইটিসের চিকিৎসায় ভ্যাকসিন দেয়াসহ কিছু ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে রোগীর অনুমতি মিলছে না এবং সেকারণে চিকিৎসকরা এগুতে পারছেন না।


এছাড়া ও বিএনপি নেত্রী অন্যান্য যে কোন বন্দীদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা লাভ করছেন। বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী একজন গৃহপরিচারিকা কারাগারে তার সঙ্গে রাখা হয়েছে। তার মানে বেগম জিয়াকে কারাগারে সে সেবা করছে। বিশ্বের ইতিহাসে কোন সাজাপ্রাপ্ত বন্দীর এতো সুবিধা প্রাপ্তি একটি নজির বিহীন ঘটনা। 


কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, বিএনপি নামক রাজনৈতিক দলটি তাদের চেয়ারপার্সন এর অসুস্থতার নাম করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করতে চাইছে । কিন্তু তারা ভুলে যাচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে ষড়যন্ত্রের রাজনীতির পালে আর হাওয়া লাগেনা , বাঙ্গালী ভুল করে না।

সিলেট সমাচার
সিলেট সমাচার