ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬২

পুলিশ সুপারের নাম ভাঙিয়ে জামায়াত নেতার কান্ডে তোলপাড় কোম্পানীগঞ্জ

সিলেট সমাচার

প্রকাশিত: ১৩ মে ২০২০  

কোম্পানীগঞ্জে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) এর নাম ভাঙিয়ে ও তার পক্ষে ত্রাণ বিতরণকালীন সময়ে সরকার বিরোধী বক্তব্য প্রদান করায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে জামায়াত নেতা আবুল হোসেন।

মঙ্গলবার (১২ মে) বিকালে উপজেলার পাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে সময় জামায়াত নেতা আবুল হোসেনের সাথে ছিল জামায়াত-বিএনপি সমর্থিত কয়েক যুবক। তারা হলেন, পাড়ুয়া লামাপাড়া গ্রামের বশির মিয়ার ছেলে আনসার উদ্দিন জিলানী, মৃত গেদা মিয়ার ছেলে সুজন মাহমুদ, বদিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে আশরাফ, আলী আমজদের ছেলে সুজন ও মৃত আব্দুল মুতলিবের ছেলে শাহাব উদ্দিন।

জানা যায়, জামায়াতের সাবেক আমীর আবুল হোসেন সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় ব্যাপক অনিয়ম করে আসছে। পাশাপাশি বেশ কিছুদিন যাবৎ সিলেটের পুলিশ সুপারের নাম ভাঙিয়েও করছে ব্যাপক অনিয়ম। যারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) পুলিশ সুপার ফরিদ উদ্দিনের পক্ষে পাড়ুয়া গ্রামে ত্রাণ বিতরণ করতে আসে আবুল। এর আগে আবুল এলাকায় প্রচার করে যে, ত্রাণ বিতরণে পুলিশ সুপার ফরিদ উদ্দিন উপস্থিত থাকবেন। কিন্তু পাড়ুয়া বাজারের কোথাও পুলিশ সুপার এমনকি থানার ওসিকেও দেখা যায়নি। তার সাথে ছিল কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুলসহ সঙ্গীয় ফোর্স। ত্রাণ বিতরণকালীন সময়ে আবুল ও তার সহযোগীরা পাড়ুয়া বাজারে সামাজিক দূরত্ব না মেনে জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণের জন্য প্রস্তুতি নেয়। এমনকি ত্রাণ বিতরণের আগ মুহূর্তে আবুল সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। বক্তব্যের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ পাড়ুয়া গ্রামবাসী তাদেরকে ধাওয়া করে। অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় আবুলসহ তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিলাল হোসেন জানান, পাড়ুয়া গ্রামের রেওয়াজ অনুসারে কাউকে ত্রাণ বিতরণ করতে হলে, প্রথমে পঞ্চায়েত কমিটির তালিকা সংগ্রহ করে সেই তালিকানুযায়ী প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হয় ত্রাণ। কিন্তু জামায়াত নেতা আবুল তা না করে এসপির পক্ষে ত্রাণ বিতরণ করবে বলে জানায়। তখন সামাজিক দূরত্ব বজায় না রেখে ও ঐতিহ্যবাহী পাড়ুয়া গ্রামের রেওয়াজ ভেঙে তার সহযোগী এবং জামায়াত-বিএনপি সমর্থিত পাড়ুয়া লামাপাড়া গ্রামের জিলানী, সুজন মাহমুদ, বদিকোনা গ্রামের আশরাফ, সুজন ও শাহাব উদ্দিন একত্রিত হয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি নেয়। শুধু তাই নয়, তখন সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্যও দিতে থাকে আবুল। ঠিক সেই সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গ্রামবাসী তাকে ধাওয়া করলে তখন সে ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। আবুলের সহযোগীরা বিভিন্ন সময় তাদের নামীয় ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাসও দিয়ে থাকে। যেগুলোর স্ক্রিনশট শর্ট আমাদের কাছে আছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জানান, এ ঘটনার কিছুদিন আগেও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা চলাকালে উপস্থিত উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার সকলস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা আবুলকে তার বিভিন্ন অপকর্ম ও অনিয়মের কারণে সর্বস্তরে অবাঞ্চিত ঘোষণা করেন। পাশাপাশি সাংবাদিক পরিচয় দিয়ে কাউকে যাতে হয়রানি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানানো হয় উক্ত সভায়। তিনি আরও বলেন, আবুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় ব্যাপক অনিয়ম করে আসছে। পাশাপাশি পুলিশ সুপারের নাম ভাঙিয়েও করছে ব্যাপক অনিয়ম। যে কারণে আবুলের বিভিন্ন অনিয়মের জন্য অতিষ্ঠ হয়ে ওঠেছেন কোম্পানীগঞ্জবাসী। তাই আমি কোম্পানীগঞ্জের ওসিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানাচ্ছি সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ও এসপি মহোদয়ের নাম ভাঙিয়ে ত্রাণ বিতরণ করার চেষ্টা করায় অনতিবিলম্বে জামায়াত নেতা আবুলকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। এ বিষয়ে জানতে জামায়াত নেতা আবুল হোসেন এর ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ্ খান বলেন, সত্যি বলতে কার পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে তা আমার জানা ছিল না। এসপি স্যারের পক্ষে ত্রাণ বিতরণ হওয়ার কথা থাকলে অবশ্যই আমি জানতাম। এর বেশি আর কিছু জানা নেই আমার।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, আমার পক্ষ হতে কিংবা জেলা পুলিশের পক্ষ হতে ত্রাণ বিতরণ হলে অবশ্যই সেখানে আমি নিজে উপস্থিত থাকবো নতুবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে বিতরণ করবেন। পুলিশের ত্রাণ অন্য কাউকে দিয়ে বিতরণ করার প্রশ্নই আসে না। হয়তো সেখানে আমার নাম ভাঙানো হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার