ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১২০৫

পরিবর্তন হচ্ছে ঢাকা-সিলেট রুটের ট্রেনের সময়সূচি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

 


বাংলাদেশ রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) চূড়ান্ত করেছে, যেটা হবে সংস্থাটির ৫২ নম্বর টাইম টেবিল। নতুন এ টাইম টেবিলে ৬৭টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ঢাকা-সিলেট রুটে ৪টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। আগামী ১৬ ডিসেম্বর এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

যদিও এখন পর্যন্ত সময়সূচি পরিবর্তনের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন- সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আতাউর রহমান।

তিনি জানান- ‘ট্রেনের সময়সূচি পরিবর্তনের কোন তথ্য এখনও আমি পাইনি। তবে আমি যেটুকু শুনেছি তা হচ্ছে রেলওয়ে প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে একটি খসড়া তৈরি করা হয়েছে। এরপর এটি প্রস্তাব আকারে রেল ভবনে যাবে, পরে যাবে মন্ত্রনালয়ে। তখন এটা যদি গ্রহণ হয় তাহলে পরিবর্তনের নির্দেশনা আসবে। 
তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

‘কে বা কারা এটা ফেসবুকে দেয়ার কারণে বিভিন্ন পত্রিকা নিউজ করে দিয়েছে। কিন্তু বাস্তবে এখনও এর কিছুই হয়নি বলে জানান তিনি।’

এদিকে রেলওয়ের একটি সুত্রে জানা গেছে, নতুন টাইম টেবিলে পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময়ও বাড়ছে অধিকাংশ ট্রেনের। এছাড়াও নতুন টাইম টেবিলে সিংহভাগ ট্রেনের রানিং টাইম (প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌঁছার সময়) বাড়ানো হচ্ছে।

জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘নতুন টাইম টেবিলের সময়সূচি পরিবর্তনের বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে সময়সূচি পরিবর্তনসহ টাইম টেবিল কার্যকরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’

এদিকে এখনও সময়সূচি পরিবর্তনের চূড়ান্ত কোনো নির্দেশনা না আসলেও প্রস্তাবিত নতুন টাইম টেবিল অনুযায়ী ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত সিলেট থেকে বেলা ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিটে, সিলেটগামী জয়ন্তিকা ঢাকা থেকে বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা, ঢাকাগামী জয়ন্তিকা সিলেট থেকে সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে, সিলেটগামী উপবন ঢাকা থেকে রাত ৯টা ৫০-এর পরিবর্তে ছাড়বে ৮টা ৩০ মিনিটে, ঢাকাগামী উপবন সিলেট থেকে রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে এবং ঢাকাগামী কালনী সিলেট থেকে সকাল ৭টার পরিবর্তে ছাড়বে ৬টা ১৫ মিনিটে।

আগামী ১৬ ডিসেম্বর এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আর এটি বাস্তবায়ন হলে ট্রেন পরিচালনার ত্রুটি-বিচ্যুতি কমে আসার পাশাপাশি ট্রেন সেবার মান আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে চট্টগ্রামগামী পাহাড়িকা সিলেট থেকে ছেড়ে যায় সকাল ১০ টা ১৫ মিনিটে ও উদয়ন ছেড়ে যায় রাত ৯ টা ২০ মিনিটে। এ দুটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে কিনা তা এখনও জানা যায়নি।

সিলেট সমাচার
সিলেট সমাচার