ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৯৪

নানা কর্মসূচিতে গোয়াইনঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯। শনিবার (২৬ অক্টোবর) এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে এদিন বিকেল আড়াইটায় গোয়াইনঘাট সার্কেল’র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলামেরে নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় এবং উপ পরিদর্শক (এসআই) মুহিবুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম বলেন, “অপরাধ প্রবনতারোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলমান সময়ে দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য’র সংখ্যা খুবই অপ্রতুল। সামাজিক অবক্ষয় রোধে কমিউনিটি পুলিশ’র সহযোগিতা একান্তই প্রয়োজন।”
 
‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ’র যাত্রা শুরু হয়েছিলো। এ পর্যন্ত কমিউনিটি পুলিশ’র সহযোগিতায় দেশে অনেকাংশে অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে কমিউনিটি পুলিশ’র পক্ষ থেকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়ে থাকে।

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, “গোয়াইনঘাট থানায় কমিউনিটি পুলিশ’র ভূমিকা প্রশংসার দাবি রাখে। কারণ ইতিপূর্বে তাদের ঐকান্তিক প্রচেষ্টা আর নিরলস সহযোগিতায় আমরা অনেক চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করি কমিউনিটি পুলিশ দেশ তথা সমাজকে বদলে দিতে আরও নিরঙ্কুশ দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করবে। অপরাধ দমনে থানা পুলিশের পক্ষথেকে কোন রকমের গাফিলতি হবেনা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মাহবুব আহমদ, শাহাব উদ্দিন শিহাব, আবুল খয়ের, কুতুব উদ্দিন, কমিউনিটি পুলিশিং সেক্টর পরিবহন’র সভাপতি ফয়জুল ইসলাম খান।

এছাড়াও উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন, জহির উদ্দিন, যুবলীগ নেতা ফয়জুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মরত অর্ধশত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার