ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৮২

দোয়ারাবাজারে স্কুল এমপিওভূক্তিতে উচ্ছ্বসিত হাওরবাসী

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

মুহিবুর রহমান মানিক সোনালীনুর উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় দোয়ারাবাজার উপজেলার হাওরপাড়ের মানুষ আনন্দিত ও উচ্ছসিত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের ঘোষণা দেন। এর মধ্যে ওই বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নপূরণ হয়েছে। স্কুল কমিটিসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, উপজেলার শিক্ষাবঞ্চিত ও দুর্গম হাওর এলাকায় একটি মাধ্যমিক স্তুরের বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল এখানকার মানুষের দীর্ঘদিনের। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাওরবেষ্টিত জনপদে অন্তত ১৫-২০টি গ্রামের নিকটবর্তী কোনো উচ্চ বিদ্যালয় ছিলনা। স্থানীয় সমাজ-সচেতন শিক্ষিতদের আন্তরিক উদ্যোগ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ২০০৯ সালে উপজেলার কাংলার হাওর ঘেঁষে আলীপুর গ্রামে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০১১ সালে বিদ্যালয়ের ক্লাসের অনুমতি মিলে।

২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক ব্যক্তিগত তহবিল থেকে পর্যায়ক্রমে ২০ লাখ টাকা অনুদান প্রদান করেন। পরবর্তীতে সংসদ সদস্যের এমন উদ্যোগের কৃতজ্ঞতাস্বরুপ এলাকাবাসী  ‘মুহিবুর রহমান মানিক সোনালীনুর উচ্চ বিদ্যালয়’ নামকরণ করেন।

এলাকাবাসী জানান, নুরপুর সোনাপুর হতে বিদ্যালয় পর্যন্ত ও বিদ্যালয় হতে আলীপুর-হাসনবাহার গ্রামের সংযোগ সড়ক না থাকায় বর্ষাকালে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হয়। এছাড়া খাসিয়ামারা নদীর উপর ব্রিজ না থাকায় প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা ঝুঁকির মধ্যে নদী পারাপার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমাদের প্রাণের দাবি পূরণ হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪শ’ ছাত্রছাত্রী রয়েছে। প্রতিবছর এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করে। এবারও এসএসসিতে পাশের হার ছিল শতকরা ৭৯ দশমিক ৯০।  

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান মাস্টার বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত করার দাবি আমাদের দীর্ঘদিনের। এমপিওভুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ড. দীপুমনি ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ১০ম শ্রেণির এমপিওভুক্তিকরণ, বিজ্ঞান বিভাগ চালু এবং বিদ্যালয় হতে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের সংযোগ সড়ক নির্মাণ, আলীপুর বাজারস্থ খাসিয়ামারা নদীতে ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি।

সিলেট সমাচার
সিলেট সমাচার