ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬২

তারকাদের অনুদান: ভক্তদের চমকে দিলেন টেলর সুইফট

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনাভাইরাসে বৈশ্বিক দুর্যোগ নেমে আসায় আমেরিকান গায়িকা টেলর সুইফটের অনেক ভক্তের রোজগার বন্ধ হয়ে গেছে। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই তারকা। মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ভক্তকে ৩ হাজার ডলার (আড়াই লাখ টাকারও বেশি) করে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। কয়েকজন ইতোমধ্যে তার অনুদান পেয়েছে।

হলি টার্নার নামের একজন ভক্ত পেশায় ফ্রিল্যান্স মিউজিক ফটোগ্রাফার ও গ্রাফিক ডিজাইনার। সামাজিক যোগাযোগমাধ্যম টাম্বলারে তিনি উল্লেখ করেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তার জীবিকা হুমকির মুখে পড়েছে এবং নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন।
টাম্বলারে তথ্যটি দেখে ভক্তের কাছে তিন হাজার ডলার পাঠিয়ে সুইফট লিখেছেন, ‘হলি, আপনি সবসময় আমার পাশে ছিলেন। এখন আমি আপনার পাশে থাকতে চাই। আশা করি, টাকাগুলো কাজে লাগবে। ভালোবাসা রইলো, টেলর।’

গ্র্যামিজয়ী এই গায়িকার কাছ থেকে টাকা পেয়ে অবাক হলি টার্নার। তার ভাষায়, ‘শহরে থাকতে আমার যা সামর্থ্য প্রয়োজন তা আক্ষরিকভাবে একাই ব্যবস্থা করে দিলেন সুইফট। নিজের চোখকে এখন আমার বিশ্বাস হচ্ছে না!’

বকেয়ার ভারে জর্জরিত আরেক ভক্তকে তিন হাজার ডলার পাঠিয়েছেন সুইফট। কৃতজ্ঞচিত্তে তিনি বলেন, ‘এমন সুন্দর, জাদুকরী ও অবিশ্বাস্য মানুষ আর দেখিনি। কী বলবো ভেবে পাচ্ছি না!’

টুইটারের মাধ্যমে সামান্থা জ্যাকবসন নামের এক ভক্তের আর্থিক কষ্টের কথা জানতে পারেন সুইফট। একটি পানশালায় ককটেল পরিবেশনকারী হিসেবে কাজ করতেন ওই নারী। কিন্তু কোভিড-১৯ প্রকোপে এখন দোকানটি বন্ধ। তিনি লিখেছিলেন, ‘কাজ নেই, রোজগার নেই, ইউটিলিটি বিল পরিশোধের উপায়ও নেই।’

টুইটারে অ্যালেক্স গোল্ডশ্মিটের মন্তব্য, ‘যুক্তরাষ্ট্র সরকার প্রত্যেক নাগরিককে ১২০০ ডলার দিতে পারে। সুইফট তিন হাজার ডলার করে দিচ্ছেন। সুতরাং দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার মতো একজনই উপযুক্ত!’

এদিকে সুইফটের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন একজন টুইটার ব্যবহারকারী। এতে দেখা যায়, ভক্তের কাছে অর্থ সহায়তা পাঠাতে পেপাল অ্যাকাউন্ট চেয়েছেন তিনি। করোনার নেতিবাচক প্রভাবে চাকরি হারিয়েছেন ওই নারী। তিনি লিখেছেন, ‘এমন দারুণ উপকারের প্রতিদান দেওয়া আক্ষরিক অর্থে কখনোই সম্ভব নয়। তার দেওয়া টাকা দিয়ে তিন মাস ঘর ভাড়া দেওয়া যাবে।’

সাধারণ মানুষের দুর্দিনে সাধ্যের সবটুকু ঢেলে দিতে চান সুইফট। দুঃসময়ে অন্যদের সহায়তা করতে সামর্থ্যবান ভক্তদের উৎসাহিত করছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ফিডিং আমেরিকায় অনুদান দিয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা। বিভিন্ন দাতব্য সংস্থায় অনুদানের অর্থ পাঠাচ্ছেন আরও অনেক তারকা।

অ্যাঞ্জেলিনা জোলিহলিউড ও বিশ্বসংগীত তারকাদের মধ্যে আরও অনুদান দিয়েছেন যারা-
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি: ১০ লাখ ডলার
অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার: ১০ লাখ ডলার
তারকা দম্পতি রায়ান রিনোল্ডস ও ব্লেক লাইভলি: ১০ লাখ ডলার
মডেল কাইলি জেনার: ১০ লাখ ডলার
মডেল কিম কারদাশিয়ান: ১০ লাখ ডলার
গায়িকা রিয়ান্না: ৫০ লাখ ডলার
ভারতের কোন তারকা কত অনুদান দিলেন-

অক্ষয় কুমার: ২৫ কোটি রুপি
‘বাহুবলী’ প্রভাস: ৪ কোটি রুপি
মহেশ বাবু: ১ কোটি রুপি
চিরঞ্জীবি: ১ কোটি রুপি
আল্লু অর্জুন: ১ কোটি ২৫ লাখ রুপি
রামচরণ: ৭০ লাখ রুপি
হৃতিক রোশন: ২০ লাখ রুপি
কপিল শর্মা: ৫০ লাখ রুপি
সানি দেওল: ৫০ লাখ রুপি
তথ্যসূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস

সিলেট সমাচার
সিলেট সমাচার